আমাদের ফেসবুক পেজে জয়েন করুন http://www.facebook.com/vhalobashar.golpo

রবিবার, ১১ আগস্ট, ২০১৩

ভালবাসি ভালবাসি...

ভালবাসি ভালবাসি...
লিখেছেনঃ salma suma

তখন আমি ক্লাশ ফাইভে পড়ি... তখনকার সময়ে যারা শহরে পড়াশোনা করত তাদের অনেকেই গ্রামের স্কুলে র্ভতি হত বৃত্তি পরিক্ষা দেবার জন্য... আমিও ছিলাম তাদের মধ্যে একজন... আমার মামার স্কুল ছিল আর আমি সেই স্কুলে র্ভতি হই বৃত্তি পরিক্ষা দিব বলে...

র্ভতি হবার জন্য আমাকে আমার মামার বাড়ি যেতে হয়েছিল... আমাকে ঐ বাড়িতে আমার এক দুলাভাই নিয়ে গিয়েছিল... বাড়ির কাছাকাছি চলে যাবার পর দেখলাম বাড়ির পেছনে একটা ছেলে দাড়িয়ে আছে... আমি ভাল করে লক্ষ্য করলাম ছেলেটাকে কিন্তু চিনতে পারলাম না... দেখলাম ছেলেটাও আমার দিকে হা করে তাকিয়ে আছে ।


বাড়িতে গিয়ে জানতে পারলাম যে ও আমার মামাতো ভাই... এর আগে ওদের বাড়িতে আমি গিয়েছি কিন্তু ওকে দেখেছি কিনা মনে করতে পারছি না... বলাবাহূল্য যে আমি আমার আত্নীয়ের বাড়িতে খুব কমই যাই।
ওদের বাড়িতে আমি যে কয়দিন ছিলাম ও একদিনও আমার সাথে কথা বলেনি এমনকি আমার সামনে র্পযন্ত আসে নি... ওর এহেন আচরন দেখে আমি খুব অবাক হই... এ বাড়ির সবাই আমার সাথে কথা বলে অথচ ও কেন আমার সাথে কথা বলে না... এটা নিয়ে আমি খুব কষ্ট পাই... আর ওকে খুব অহংকারি ভাবতে লাগলাম... আর ভাবলাম যে আজ আমাকে অবহেলা করছে একদিন সেই আমার জন্য পাগল হয়ে যাবে...

এরপর কেটে গেল চার বছর...
হঠাত্‍ একদিন শুনলাম ও আমাদের এলাকায় ওর ভাইয়ের বাসায় থাকে... আমার মা ওকে আমাদের বাসায় আসতে বলে আর ও আসে... এভাবে কিছুদিন আমার মা বলে বলে ওকে আমাদের বাসায় আনে... এরপর ও আমাদের বাসার সবার সাথে খুব ফ্রি হয়ে যায় আর আমার সাথে ওর খুব ভালো ফ্রেন্ডশিপ গড়ে ওঠে...

এভাবে চলল অনেকদিন...
আস্তে আস্তে আমাদের মধ্যকার সর্ম্পক বদলে গেল... আমরা একে অন্যকে ভালবেসে ফেললাম...
আর এখন ও আমাকে পাগলের মত ভালবাসে... বলে কিনা আমি নাকি ওর রক্তে মিশে গেছি... রক্ত ছাড়া মানুষ যেমন বাচতে পারে না, তেমনি আমাকে না দেখলে, আমার কথা না শুনলে ও না কি বাচবে না... আর আমি র্নিদ্ধিধায় ওর মত পাগলের কথা বিশ্বাস করি... পাগলটা নাকি আমাকে সেই ক্লাস ফাইভ থেকে পছন্দ করত কিন্তু বলার সাহস পায়নি... আর এখন আমার একটা কথায়, আমার একটু কষ্টে সাত সাগর তের নদী পার হয়ে আমার কাছে ছুটে আসে... আর আমি সকল কষ্ট ভুলে পরম আনন্দে ওর বুকে আমার মুখ লুকিয়ে র্স্বগ সুখে চোখ বুজি ।

ভালবাসার নীল কষ্ট

ভালবাসার নীল কষ্ট
লিখেছেনঃ তারিক ইসলাম

সুন্দর নির্মল নীল আকাশ আজ, কয়েকদিন টানা বৃষ্টি পর আজ সকালে রোদের মুখ দেখলো প্রকৃতি ৷ কিন্তু তপুর মনের অবস্থা প্রকৃতির সাথে কোন মিল নেই৷কারন সেদিন ওর একমাত্র কাছের মানুষটা ওর হাতে ওর বিয়ের কার্ডটা দিয়ে বললো আমার বিয়ে শুক্রবার,আসিস ৷ তুই না আসলে কিন্তু বিয়ে করুম না আমি ৷ তপুর বুকের ভিতর ছ্যাৎ করে উঠলেও মুখটা হাসি হাসি করে বললো তোর বিয়া আর আমি যামু না, এতদিন পর একটা বিয়ে খাবো তাও আবার তোর, পাচটা না দশটা না একটাই প্রানের বান্ধবী আমার ৷ মুনা বললো , হইছে , আসিস হারামি আমি গেলাম কার্ডগুলা সবাইকে দিতে হবে ৷ তপু হঠাৎ বলে উঠলো দাড়া দাড়া, কার লাইফটা জাহান্নাম বানাচ্ছিস বললি নাতো ৷ আমেরিকার এক সফটওয়্যার ইন্জিনিয়ার, আব্বার বন্ধুর ছেলে, নাম শুভ্র, সেইরাম চেহারা মামা দুষ্টামি ভরা কন্ঠে বললো মুনা ৷ ঐ, তোর লজ্জাশরম নাই কিছু, হবুবরের প্রশংসায় একেবারে ফেটে পড়ছিস চোখটা ছোট ছোট করে বললো তপু ৷ মুনাও মুখটা ছোট করে বললো,
লজ্জার কি আছে আমারই তো বর অন্যকারও তো না ৷ আচ্ছা ঠিকাছে যা তুই মাইক নিয়া সারা শহরে মাইক নিয়া বলতে থাক আমার হবু বর সেইরকম জিনিস, সবাই আমার বিয়েতে এসে জিনিসটা দেখে যাবেন, খোচা মারা গলায় বললো তপু ৷ ওই হারামি তোর কথা শুনে মনে হচ্ছে জেলাস তুই, খেপে বলো উঠল মুনা ৷ আরে জেলাস কেন হমু, তুই আমার জানের দোস্ত না ! আরেক দিকে তাকিয়ে বললো তপু ৷ হুম, তাই তো, আচ্ছা যাইরে, ফোন দিবনে পরে ৷ বলেই মুনা চলে গেলো ৷ আর তপু ওর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইলো একমনে ৷ চোখের সামনে ভেসে উঠলো কত স্মৃতি, কত কথা মুনাকে নিয়ে ৷ সুখে, দু:খে সবসময় ওরা দুজন একজন আরেকজনের সঙ্গী ৷ সেই মুনার বিয়ে হয়ে যাচ্ছে আজ অচেনা একজনের সাথে ৷ বিয়ের পর ওরা উড়াল দিবে আমেরিকার পথে ৷ তপু আর ভাবতে পারছে না, বুকের ভিতরটা কেউ যেনো খামচে ধরছে কেউ ৷ ওর এখন ইচ্ছা করতাছে প্রকৃতির সামনে চিৎকার করে বলে কেনো কি কারনে প্রিয় কাউকে হারাতে হবে তার ৷ কি দোষ তার ৷ বাসায় এসেই সিদ্ধান্ত নিল তপু আর এ জীবন রাখবে না ৷ সবার উদ্দেশ্যে একটা চিরকুট লিখলো, আর দেরাজ থেকে এনে রাখা ওর মুক্তির পুরিয়া খেয়ে ফেললো ৷ গল্পটা এখানেই শেষ হওয়ার কথা বর্তমান প্রেক্ষাপটে কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটতেই পারে ৷ তপুর নিস্তেজ দেহটা এবং চিরকুটটা পেলো ওর রুমমেট শিহাব ৷ আইসিইউ'র সামনে সবাই দাড়িয়ে, জীবনমৃত্যুর সন্ধিক্ষনে তপু ৷ যার জন্য তপুর পৃথিবী মায়া ত্যাগ করতে চাইল সেই মুনা বিয়ের শাড়িতে এক কোনাতে ফুঁপিয়ে কাঁদছে ৷ যে বাবা মার একমাত্র আদরের ছেলে তারা ফ্যালফ্যাল চোখে মুনার কান্না দেখছে ৷ এর মাঝে কর্তব্যরত ডাক্তার এসে সবাইকে ধৈর্য্যধরতে বলে আবার ভিতরে চলে গেলো ৷ টিক টিক করে সময় এগোচ্ছে আর হয়তবা কঠিন, নিষ্ঠুর কিছু শোনার জন্য সবাইকে প্রস্তুত হতে বলছে ৷
আবারও ডাক্তারটি বের হয়ে এসে বললো যে পেশেন্টের জ্ঞান ফিরছে ৷ যে কোন একজন আসতে পারে ৷ মুনাকে পাঠানো হল ভিতরে ৷ তপুর পাশে যেয়ে অঝোরে কাঁদতে লাগলো আর বললো এই হারামি, তুই আমাকে এত ভালবাসিস, একবারও কি বলেছিস, নিজের মনে মনে রেখে মরে যেতে বসলি, একবারও ভাবলি না আমার কথা ৷ দুজনের চোখেই পানি, হয়তবা এই পানি আনন্দ বা দু:খ বা নতুনভাবে বেঁচে থাকার ৷
 

 উৎসর্গ: সেইসব হতাশাগ্রস্থদের, যারা আত্মহত্যাকে সব সমস্যার সমাধান হিসেবে বিবেচনা করে এই পথে যেতে চেষ্টা করে, মূলত: আত্মহত্যা কোন সমাধান হতে পারে না ৷ কারন এই জীবনটা কোন খেলা নয়৷

''হারুপার্টির হারুদা, দ্য গ্রেট জোকার''

''হারুপার্টির হারুদা, দ্য গ্রেট জোকার'' 
লিখেছেন- মারুফ মুক্তাদীর খান

রাতে বাস জার্নি করতে বেশ লাগে। গরম কম থাকে, রাস্তায় জ্যামও থাকে না। রাতে যাত্রীরাও বেশ শান্ত থাকে, তাই কোলাহলও কম। বাইরের কিছু অবশ্য দেখা যায় না। অন্ধকারের মধ্যে শা শা করে ছুটে চলা, স্থির হয়ে বসে থেকেও ছুটে চলেছি ক্রমাগত। আমাদের জীবনের মতই, মনে হয় ঠায় দাড়িয়ে আছি, তবু কী করে যেন হাত-পা বেড়ে বড় হয়ে গেলাম, চামড়ার ভাজ বাড়তে বাড়তে বুড়ো হয়ে গেলাম, কিছুই বুঝলাম না। মনে হয়, সেই ঠায় দাড়িয়ে আছি। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকার চেয়ে চোখ বন্ধ করে বসে থাকা ভালো। আমি বসে বসে হারুদার কথা ভাবতে লাগলাম।
আমাদের হারুদা, পুরো নাম হারুণুর রশীদ। আমাদের পিতৃপ্রদত্ত নাম যাই থাকুক না কেন, তা ক্রমাগত ছোট হতে থাকে। হারুণুর রশীদের ‘রশীদ’ এমনিতেই উড়ে যায়। হারুণুরও খুব শ্রুতিমধুর না, তাই এটাও সংক্ষিপ্ত হয়ে হারুণে টিকে সবার ক্ষেত্রেই প্রায়। হারুদার তাও টেকেনি, ‘ণ’ টাও উড়ে গিয়ে হারু হয়েই সবার মাঝে জুড়ে গিয়েছিলেন। নিঈজের জীবনেও, একটা নাম যে মানুষের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে, তার সবচেয়ে ভালো উদাহারণ হারুদা। কারো হারুদা, কারো হারু ভাই, হারু মামা, হারু কাকা। মুরুব্বিদের কাছে হারু মিয়া। হারু মিয়া হোক আর যাই হোক, পাড়ার টং দোকানে বসা বুড়োদের কাছে হারুদার অন্যরকম কদর ছিল।রাজনৈতিক আলোচনায় হারুদার তুলনা মেলা ভার। যে কোন রাজনৈতিক পরিস্থিতির তাৎক্ষণিক ব্যাখ্যা হারুদার কাছে মিলতো। উদ্ভট টাইপের সব ব্যাখ্যা। হারুদার সবচেয়ে ফেমাস ডায়ালগ ছিল, ‘জন গণ হলো এরশাদ!’ কথাটা তখন বুঝিনি, এখন বুঝি। লীগ-বিএনপি দুদলের কাছেই পাঁচ বছর পর পর জনগণ আর এরশাদের প্রয়োজন হয়। দুজনের কাছেই দো'আ-সমর্থন চায়, প্রতিশ্রুতিও দেয়, নির্বাচনের পর এরশানও কোন পদ পায়না, জনগণের অবস্থারও কোন পদন্নতি হয়না।

তখন ব্যাপারটা না বুঝলেও আমাদের কাছে প্রিয় ডায়ালগ ছিল এটাই। যেখানে সেখানে কারণ অকারণে হেড়ে গলায় ঝেড়ে দিতাম কথাটা ‘জনগণ হলো এরশাদ! ’

বাসে আমার পাশের সিটটা খালিই ছিল, এখন লম্বা করে এক মধ্যবয়সী মহিলা বসলেন। ভদ্রমহিলা স্বাভাবিক বাঙ্গালী নারীদের তুলনায় একটু বেশিই লম্বা! তবে বেশ সুন্দরী ছিলেন অল্পবয়সে, তা এখনো বোঝা যায়। কিছু কিছু মুখ থাকে যা একবার দেখলেই অনেকদিন মনে থাকে, তেমন একটি মুখ ভদ্রমহিলার। আমার পাশের সিটে বসে জিনিসপত্র গুছিয়ে রাখতে লাগলেন। আমি আবার ভাবনায় ডুবে গেলাম।

ডায়ালগটার মত আমাদের কাছে হারুদাও খুব প্রিয় মানুষ ছিল। শুধু বিকেলে পুরীর দোকানে প্রায়ই খাওয়াতেন বলে না, আমাদের সব কাজে-অকাজে হারুদাকে পাওয়া যেত। কারো প্রয়োজন পড়া প্রেমে, আছে হারুদা, কারো প্রেমে জ্যাম লেগে গেলেও হারুদা ছাড়া গতি নেই। হারুদার নিজের কোন প্রেমিকা ছিল না যদিও, তবে কলেজের সব মেয়েই হারুদার ফ্যান। হারুদা যেদিন কলেজে যেত, সেদিন ক্লাসরুম ফাঁকা হয়ে যেত। সব মেয়ে হারুদার পেছন পেছন ঘুরতো, আর হারুদাও এক-একটা কথা বলে মেয়েদের হাসিয়ে হাসিয়ে কাশিয়ে মারছেন। আমরা যারা তখনো প্রেম করতে পারিনি, তারা কিছুটা হেলাস ফিল করতাম জেলাস হয়ে হারুদার প্রতি। ব্যাপারটার ইতি টেনে দিতে হারুদাকে প্রেমে বাঁধনে বাঁধা ছাড়া বিকল্প চিন্তা আমাদের অল্প ঘিলুর মাথায় আসেনি। তাকে বললাম, ‘মাইয়াগুলারে আর কত দিবেন আশা, এবার একটারে দেন ভালোবাসা! ’ হারুদার তাৎক্ষণিক উত্তর, মুখে হাসি, ‘আমি ওগো সবাইরে ভালোবাসি! ’

আমরা হেল্পলেস মানে সাহায্যহীন হয়ে হারুদাকে বোঝাতে গেলাম যদি এত মেয়ের সাথে ঘোরেন, তবে তো চরিত্রহীন বলবে এরশাদ মানে জন গণ! আমরা কখনোই হারুদার চাপার চাপে টিকতে পারিনি, এমন হয়নি কখনো আমরা হারিনি। হারুদা আমাদের আদালতে আত্মপক্ষ এমন ভাবে সমর্থন করা শুরু করলেন যাতে আমরা বুঝলাম, এরশাদ শিকদারের মত কুখ্যাত সন্ত্রাসীকেও নিষ্পাপ প্রমাণ করা সম্ভব যদি হারুদা থাকে ল-ইয়ার হিসেবে। হারুদা বোঝানো শুরু করলেন আমাদের,
”যে সব প্রাণীকে ভালোবাসে, সে হলো মহান জীবপ্রেমি, গৌতম বুদ্ধের মত! রাইট? ”
রং বলার কোন কারণ নেই, বললাম রাইট। এরপর থেকে আমরা শুধু রাইট বলে গেলাম একটার পর একটা কথায়! হারুদা বলতে লাগলেন,
“যে সব মানুষকে ভালোবাসে, সে মহান মানবতা প্রেমি, মাদার তেরেসার মত।
যে সব নারীকে ভালোবাসে, সে মহান নারীবাদী, বেগম রোকেয়ার মত!
যে শুধু একটা মেয়েকে ভালোবাসে, সে মহান প্রেমিক, রোমিওর মত!
এখন আমি যদি কয়েকটা মেয়েকে ভালোবাসি, তাহলে আমিও মহান কিছু একটা না হয়ে চরিত্রহীন হবো কেন ? ”
অকাট্য যুক্তি। আমাদের শক্তি সামর্থ নেই যুক্তি খন্ডাবার, ভাঙবার।
‘বাসটা এত জোরে চালাচ্ছে কেন ?’ পাশে বসা ভদ্রমহিলার কথায় আমার ধ্যান ভাঙলো। ভদ্রমহিলা প্রায় আমার বয়সীই, কিন্তু কথা বলছেন বাচ্চাদের মত। বাস কেন জোরে চালাচ্ছে সেটা ড্রাইভার জানে, আমি তো আর বাস চালাচ্ছি না। কিছু না বলে একটু হেসে কাঁধ ঝাকালাম। তারপর আবার শরীর এলিয়ে দিলাম সিটে।

হারুদা চাপা যাই মারুক, আমরা হাল ছাড়লাম না। আমাদের ক্রমাগত চাপের ফলে হারুদা রাজি হলেন একজনকে প্রপোজ করতে। যেহেতু সবাই হারুদার পছন্দের, তাই লটারি করে বেঁছে নেয়া হলো একজনকে, মনোয়ারা নামের একজনের নাম উঠলো।
তখন হারুদার আইনস্টাইনের প্রতি দারুণ ইন্টারেস্ট। উঠতে বসতে আইনস্টাইন কপচান। আসলে হয়েছে কি, কলেজে সায়েন্স ফেয়ারে আমাদের স্টলের পৃষ্ঠপোষক ছিলেন হারুদা। আমরা ব্যানারে হারুদার নাম লিখেছিলাম হারুস্টাইন। তারপর থেকেই তার আইনস্টাইন রোগ। প্রপোজেও পড়লো তার ছাপ। আইনস্টাইনের একটা গল্প বলে অন্যরকমভাবে প্রপোজ করলেন হারুদা,
“মনোয়ারা, তুমি মেরিলিন মনরোর নাম শুনেছো ? হলিউডের ফেমাস আ্যাক্ট্রেস ছিলেন। উনি একবার আইনস্টাইনকে বলেছিলেন, 'চলুন আমরা বিয়ে করে ফেলি, আমাদের যে সন্তান হবে, সে হবে আমার মত সুন্দর আর আপনার মত বুদ্ধিমান! ’ আইনস্টাইন হেসে জবাব দিয়েছিলেন, ‘যদি উল্টোটা হয়! ’
এখন হারুস্টাইনের সাথে আইনস্টাইনের মিল, মনরোর সাথে তোমার নাম মনোয়ারার মিল। ওরা দুজন বিয়ে না করলেও আমরা করতে পারি ?’
মনোয়ারা ভেবেছিল হারুদা সবসময়ের মত ফান করছে। জোকারদের এই সমস্যা, তাদেরও ইমোশন বলে কিছু আছে, এটা কেউ ভাবতেই চায় না। মনোয়ারাও ইমোশনের তোয়াক্কা না করে ফান করে উত্তর দিলো, “হুম, সন্তান আপনার মত দেখতে হলে তাকে চিড়িয়াখানার বানরের খাঁচায় রাখা যাবে, আর আপনার মত বুদ্ধিমান হলে তাকে গাধার খাঁচায় রাখতে হবে। ”
ব্যাপারটা হারুদার ইগোতে লাগলো খুব। রেগে গিয়ে ঘোষণা দিলেন মনোয়ারার প্রেম হবে এলাকার সবচেয়ে বদখত দেখতে ছেলেটার সাথে। সত্যিই তাই হলো, বদরুল নামে বিচ্ছিরি দেখতে এক ছেলের সাথে। শুধু তাই না, ওরা বিয়েও করেছিল, এখন তাদের সুখের সংসার। আর হারুদা আজ ……

পাশের ভদ্রমহিলা একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন। আমি যে বিরক্ত হচ্ছি তা চেহারায় ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু ভদ্রমহিলার কোন খেয়ালই নেই। আমার গন্তব্যস্থান কোথায় শুনে বললেন ওই এলাকার একজনকে চিনতেন নাকি! যেহেতু আমার ছেলেবেলার অনেকটা সময় কেটেছে ওই এলাকায়, তাই একবার মনে হলো জিজ্ঞেস করি কাকে চিনতেন। কিন্তু এতে ভদ্রমহিলা আরো উত্সাহ পেয়ে যাবেন বেশি কথা বলার, তাই আর বললাম না। ফেবুটা চেক করার জন্য মোবাইলটা বের করলাম।

হারুদা ফেসবুকেও বেশ জনপ্রিয় ছিলেন। স্ট্যাটাস দিলেই মেয়েদের লাইক-কমেন্টে ভরে যেত। অনলাইন হলে তো কথাই নেই, একটার পর একটা নক আসতেই থাকতো চ্যাটে। হারুদার সবাইকে রিপ্লাই দিতে একটু দেরী হয়ে যেত, আর এটা নিয়ে মেয়েরা মাইন্ডও করতো। এ নিয়ে হারুদা আক্ষেপ করে আমাদের কাছে প্রায়ই বলতেন,
“মেয়েদের প্রিয় গায়ক আরফিন রুমি, অথচ দেখ, আরফিন রুমি বউদের মত মুক্তমনা তো দূরের কথা, একজন আরেকজনের সাথে হিংসায় পুড়ে যায়, আজিব! ”
আর আমরা তখন একটার পর একটা Hi ছুড়ে যাই অনলাইনে থাকা সবগুলো মেয়েকেই আমাদের আইডি থেকে। মাঝে মাঝে দু-একজন দয়াপরবশ হয়ে রিপ্লাই দিলেই সপ্ন দেখা শুরু করি এই বুঝি হয়ে গেল প্রেম, এর সাথেই। কারো কারো হয়েও যায়, শুধু হারুদা বাদে। হারুদা
জনপ্রিয় থাকে, আমরা প্রিয় হয়ে যাই।
“এটা কোন জায়গা ?” পাশের ভদ্রমহিলার দিকে এবার বেশ বিরক্তি নিয়েই তাকালাম। “আপনি যেমন অন্ধকার দেখছেন, আমিও তেমনই দেখছি !” আমার গলায় বেশ ঝাঝালো ভাব ছিল এবার। বুঝতে পেরে চুপসে গেলেন ভদ্রমহিলা। আর কিছু বললেন না।

একবার হারুদার বাসায়, হারুদা পিসিতে চ্যাট করছে, আমি পাশে বসে আছি, হঠাত একটা মেয়ের কাছে থেকে মেসেজ আসলো,
“আমার ভালো লাগছে না জানু !”
আমরা দুজনই তো অবাক। এই মেয়ে তো হারুদার ফ্যান-এসি না, একবারে ফ্রেন্ডের উপরে গার্লফ্রেন্ড হওয়ার পর্যায়ে আছে। আমি তখন একটু একটু কবিতা লেখার চেষ্টা করি। আমার কাব্যঝুলি থেকে চমত্কার একখানা কবিতা হারুদার হবু প্রেমিকাকে উত্সর্গ করলাম মানে হারুদার হয়ে মেসেজ পাঠিয়ে দিলাম আর কি!
“ভালোবাসো বলতে এতদিন লাগে নাকি সোনা,
ভালো কেন লাগছে না,
জানটুস বেইবি ছাগল ছানা !”
এহেন উতকৃষ্ট টাইপে কবিতা পেয়ে মেয়ে কী পরিমাণ আবেগে আপ্লুত হবে, তা ভেবে আমি আর হারুদা যখন হাবুডুবু খাচ্ছি ভাবনার জলে, তখন অথৈ জলে ফেলে দিলো মেয়ের কাছে থেকে আসা মেসেজ,
“WTF…… Thats just a speeling mistake! wanna say, 'জানো', not 'জানু' !!! ইডিয়ট!!!
আক্কেলগুড়ুম আমাদের। মেসেজটা তাহলে ছিল, ”আমার ভালো লাগছে না জানো!”
আমি তখন নতুন কবিতা সাজাচ্ছি মাথার ভেতর,
“”ভুলগুলো যদি ফুল হয়ে ফোটে,
বিশুদ্ধতায় কি এসে যায়,
ভুল খুশিতে যদি মুখে হাসি ছোটে
কি প্রয়োজন শেষে বাস্তবতায় ?
ও আমার জানটুস বেইবি ছাগল ছানা,
বুঝলে না, তুমি বুঝলে না।”
কিন্তু হারুদা তখন বিষদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন বলে লুকিয়ে গেলাম কবিতাটা।
হঠাত খেয়াল করলাম পাশের ভদ্রমহিলা কখন যেন নেমে গেছেন। মিসবিহেভ করায় একটু খারাপ লাগলো। আসলে মহিলা একটু বোকা-সোকা টাইপের, এতটা রাফভাবে কথা না বললেও হতো। যাক, আমি ব্যাগ থেকে হেডফোন বের করে আইপডে গান শুনতে শুনতে চোখ বন্ধ করলাম।
একবার আমাদের এলাকায় হারুদার এক গায়িকা আত্মিয় আসলেন, টিভি তালিকাভুক্ত শীল্পি নাকি। তার গান শুনে আমাদের মোটামুটি ইভা রহমান হবার দশা। ঈদের আগের দিন, মানে চাঁদরাতের সন্ধায় বেশকিছু ছেলে-মেয়ে আমরা হারুদা আর সেই গায়িকাকে ঘিরে বসে আছি। আমরা অনেক অনুরোধ করেও হারুদাকে গান গাওয়াতে পারলাম না। গায়িকা ভদ্রমহিলাও যখন বারবার বলছিলেন, তখন হারুদা শুরু করলেন, গান না, গল্প,
“ছোটবেলা থেকেই আমি ভালো গান গাই। গান গাওয়া ছোটবেলা থেকেই আমার প্যাশন, আর গান না গাওয়া প্রফেশন।

ব্যাপারটা বুঝিয়েই বলি, ছোটবেলায় সকালে একবার ওয়াশ রুমে গিয়ে গলা খুলে গান গাওয়া শুরু করতেই বেসিনের কাঁচ চিড় ধরে ভেঙ্গে গেল। তারপর থেকে বাবা গান না গাওয়ার জন্য প্রতিদিন ২ টাকা করে মাসে ৬০ টাকা দেন।

সেই বয়সে ৬০ টাকা অনেক টাকা আমার কাছে। আর সেটাই ছিল শুরু। ক্রিকেট খেলার সময় মাঠের পাশে বাড়িটার জানালার কাছে ফিল্ডিং এ দাড়িয়ে গান গাওয়া শুরু করতেই বাসার মালিক এসে কিছু টাকা দেয়ার আশ্বাস দিল যাতে আমি আর গান না গাই। ক্লাসরুমে যাতে গান না গাই তার জন্য মাসিক বৃত্তি দেয়ার ব্যাবস্থা করলেন প্রিন্সিপাল। মেসে উঠলাম যখন, তখন মেসের মালিক তার সাড়ে পাঁচ হাজার টাকার থাই গ্লাস বাঁচাতে মাসে ২০০০ টাকা দেয়া শুরু করলেন। ভাবছেন, তারা আমাকে কেন টাকা দিচ্ছে ? কারণ এছাড়া তাদের কোন উপায় নেই। গান গেয়ে গ্লাস ভাঙ্গার বিরূদ্ধে কোন আইন নেই এখন পর্যন্ত।

যাই হোক, এভাবে আমার মোট ইনকাম দাড়ালো ৬০০০ টাকা। এই বাজারে ৬০০০ টাকা হাত খরচ নেহায়েত কম নয়।
অঘটনটা ঘটলো সেদিন, যেদিন আমার গার্লফ্রেন্ড আমাকে গান গাইতে বললো ফোনে। আমি গান শুরু করে এক কলি গাইতে না গাইতেই 'খটাশ' করে গুলিতে খুলি ফেটে যাওয়া সাউন্ড হলো ওপাশ থেকে। পরে জানতে পারলাম খুলি নয়, গার্লফ্রেন্ডের দেড় লক্ষ টাকা দামের আইফোনের ডিসপ্লে আড়াইখানা চিড় ধরেছে। ও আপসেট হলেও আমি তখন হিশেব করছি, সাড়ে পাঁচ হাজার টাকার গ্লাস বাঁচাতে দুই হাজার টাকা দিলে দেড় লক্ষ টাকার আইফোন বাঁচাতে কত বৃত্তি পাচ্ছি।
কিন্তু ব-তে বাংলাদেশের সবজায়গাতেই ব-তে বৈষম্য। এবার আমার ব-তে বৃত্তির বদলে ব-তে ব্রেক-আপ জুটলো।

তারপর থেকেই আমার ব-তে বিষণ্ণ দিন কাটছে কিন্তু ব-তে বিরহের গান গাইতে পারছি না, পাছে আবার………"

আমরা তো হারুদার গল্প শুনে এতই অবাক হয়েছি যে তখন মাদাম তুসোর মিউজিয়ামে নিয়ে দাড় করিয়ে দিলেও কারো আর ধরার সাধ্য নেই আমরা সবাক নাকি নির্বাক প্রাণী, ঠিক এতটাই অবাক ছিলেন সেই গায়িকা আত্মীয়ও। তিনি তার স্যামসাং গ্যালাক্সি বাঁচাতেই আর গান শুনতে না চেয়ে আকাশপানে উদাশ হয়ে তাকিয়ে রইলেন গ্যালাক্সি মানে ছায়াপথের পথে।
আমার গন্তব্য এসে গেছে, এবার নামতে হবে। কতদিন পর যে এলাম, পুরো এলাকা জুড়ে ছেলেবেলার গন্ধ যেন উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে, আহ!
এই বাসস্ট্যান্ডেই একদিন হারুদা ডিম কিনতে এসেছিলেন আমাকে সাথে নিয়ে। হারুদার অতিসাধারণ বেশভুষা দেখেই কিনা জানিনা, দোকানদার বললো, ‘‘ভালো ডিম ৩০ টাকা আর ভাঙ্গা ডিম ১৫ টাকা, কোনডা লইবেন ? ”
হারুদা জবাবটা ছিল দারুণ, “তাইলে ভালো ডিম ভাইঙ্গা দেউ! ”
যদিও কথাটা ফান করেই বলেছিল, যেভাবে সবসময় বলে। কিন্তু সেই প্রথম আমি খেয়াল করেছিলাম হারুদার মুখে ঘোর অপমানিত ছায়া, মায়া হয়েছিল খুব।

বাসস্ট্যান্ডে নেমে ভ্যান গাড়িতে উঠলাম। এই অন্চ্ঞলে রিকশা চলে না। সারারাত নির্ঘুম কেটেছে। এক কাপ চা পেলে বেশ হতো কিন্তু এখনো কোন দোকান খোলেনি। ভ্যানটা যে পেয়েছি এতো ভোরে, তাই ভাগ্য।
এই বাসস্ট্যান্ডেই শেষবার কথা হয়েছিল হারুদার সাথে। অনেক বিষাদ মাখা, কষ্টে খা খা করা একটা মানুষকে দেখেছিলাম সেদিন হারুদার মাঝে। যে মানুষটা সবসময় মানুষকে হাসায়, তার ভেতরে যে কষ্ট জমা, তা আমি সেই প্রথমবারের মত দেখলাম। নিঃসঙ্গ জীবনের চেয়ে বেশি কষ্টের জীবন হতে পারে না। হারুদার সঙ্গের অভাব হয়তো ছিল না, সহানুভূতির একটা মুখের খুব অভাব, আমি সেদিনই বুঝতে পারি। হারুদার হয়তো জ্বর হয়েছে, চোখ-মুখ লাল করে বিছানায় পড়ে থাকতে থাকতে হারুদারও ইচ্ছে করতো, কেউ জল ছলছল চোখে কপালে হাত রাখুক, একটু দুঃখ দুঃখ মুখে পাশে বসে থাকুক। কেউ করেনি, হারুদার জ্বর চোখ কখনো জল ছলছল বালিকাকে দেখেনি, দেখেছে খলবল করে হেসে হেসে বলতে বরং, ‘হারু দ্য হট গাই! ’
"আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাত পাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কিনা,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।
আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন?’”
আমার কেবলই মনে হয় নির্মলেন্দু গুণ এই কবিতা হারুদার জন্যই লিখেছে। খুব নীচু গলায় জিজ্ঞেস করেছিলাম, “কখনো ভালোবাসোনি কাউকে, হারুদা ?”
হারুদা জবাব দিয়েছিল, “আমি অবাক করতে পারি কাজে, কথায় মুগ্ধ করতে পারি। কিন্তু মেয়েরা তো মুগ্ধতা খোঁজে সাময়িক সময়ে, চিরদিনের জন্য যার হাত ধরে, তার চোখে মুগ্ধতা নয়, নির্ভরতা খোঁজে, আমি তাকে নির্ভরতা দিতে পারিনি! ”

হারুদা মানুষকে অবাক করতে ভালোবাসে। হাসিয়ে ফাঁসিয়ে কিংবা কাশিয়ে অবাক করেছে অসংখ্যবার। তবে আমি সেদিন এসব শুনতে চাইনি একটুও। কিন্তু আমার সেদিন অবাক হওয়ার দিন। হারুদা বলে চললো,
“জানিস মারুফ, কার্ডের প্যাকেটে ৪ টা কার্ড থাকে অপ্রয়োজনে, জোকার। কোন খেলায়ই তাদের কাজে লাগে না। হার্ট, ডায়মন্ড, ক্লাব এদের কোন একটা কার্ড হারিয়ে গেলেই শুধু কাজে লাগে। হারানো কার্ডটা খুঁজে পেলে কিংবা নিউ প্যাক কেনার সাথে সাথে জোকার আবার অপ্রয়োজনীয় তালিকায়। আমি সেই জোকার রে মারুফ, সেই জোকার! যখন রিক্রিয়েশন প্রয়োজন, তখনই এই হারু দ্য জোকার ইউজ হয়। তারপর সবাই ডাস্টবিনেই ছুঁড়ে ফেলে প্রয়োজন ফুরোলেই। হারু তাই সবার কাছে শুধু হেরেই গেছে, হারু দ্য গ্রেটেস্ট হারুপার্টি, লুজার! ”

আমার কিছু বলার ছিল না। সত্যিই প্রয়োজন ফুরোলে সবাই হারিয়ে গেছে। আমাকে হারুদা সবসময় অন্যচোখে দেখতো। এই আমিই এত বছরে একবার খোঁজ নেইনি, সেই যে ঢাকায় শিফ্ট করলাম। ব্যাস্ততা শুধুই অজুহাত, সত্যিই তো হারুদাকে আমার আর কি প্রয়োজন, অপ্রয়োজনে আমরা কর্পোরেট মানুষেরা একটা শ্বাসও ছাড়ি না। হারুদা মৃত্যুপথযাত্রী, এই খবর না পেলে হয়তো আর আসাই হতো না। এত অল্পবয়সে লিভার পচিয়ে সবখানে হেরে যাওয়া হারু এবার জীবনের কাছেও হারতে বসেছে। শুরুতেই বলেছিলাম, নাম যে মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে তার শ্রেষ্ঠ উদাহারণ হারুদা। হারুদা অলোয়েজ হারুপার্টি!

হারুদার বাড়ির সামনে নেমে ভাড়া মিটিয়ে ঘুরতেই হারুদার বড় ভাইকে দেখলাম। মুখ দেখেই বুঝে গেলাম, অবস্থা খারাপ, হারুদা আছে না নেই সেই প্রশ্ন মনে দোলাচল খেতে শুরু করতেই বড় ভাই ভাঙ্গা গলায় বলতে শুরু করলো, “কাল রাত থেকে শুধু তোমারেই খুঁজতাছে, সময় আর বেশি নাই রে ভাই, নাই! ” ভিজে আসছিল ভাইয়ার গলা। আমি আর সুযোগ না দিয়ে ভেতরে ঢুকলাম।

হারুদার কাছে বসে একটু ডাকতেই সাড়া মিললো, মুখে হাসির আভা দেখা গেল। কি যেন বলতে চাইছে, ঠোঁট দুটো কাঁপছে। কানটাকে খুব কাছে নিয়ে মুখের তিনটা শব্দ শুনলাম, ‘ড্রয়ার’, ‘ছবি’, ‘খবর’!!!
তারপরই কেমন নিস্তেজ হয়ে গেল। আমি পাশে বসা ডাক্তারের দিকে তাকালাম, পাল্স, বিট চেক করে মাথা নেড়ে বললো, ‘নেই’ !!

কী সহজ শব্দ, নেই, হারুদা নেই, এই এখনো আমার হাত চেপে ধরে আছে, চোখের কোণের জলটুকু ঝুলে রয়েছে অথচ কি সহজে বলে দিল নেই। আর কোথাও নেই হারুদা, কোথাও নেই এই স্বার্থপর পৃথিবীর। আর কখনো গম্ভীর গলায় রসিকতা করে হাসিয়ে আমাদের গম্ভীরতা ভেঙ্গে দেবে না। এই তো হারুদা, এই তো, এই ছুঁয়ে আছি, তবু কোথাও নেই হারুদা। হেরে যাওয়া হারু হারতে হারতে এবার হারিয়েই গেলো না হারানো এক বুক কষ্ট নিয়ে।

এমনই হয়। যারা সবসময় মানুষকে হাসিয়ে তাদের কষ্ট কমায়, সেই জোকারদের কষ্টগুলো চাপা পড়ে থাকে বুকের নির্জনতম কোঠায়। ক্যাম্পাসের হাস্যজ্জল ছেলেটাকে আড্ডার শিরোমণি হতে দেখি আমরা, কেউ জানে না, সেই ছেলেটা মাঝরাতে বালিশ চেপে ডুকরে কেঁদে উঠে থেমে যায়, পাছে কেউ শুনে ফেলে। কষ্টগুলো এভাবে ক্রমাগত লুকোতে লুকোতে এভারেষ্ট সমান কষ্ট নিয়ে একদিন পৃথিবী ছাড়ে। সত্যি তাদের কান্না কেউ দেখে না। কেউ জানে না রাত ৪ টার সময়
তাদের খুব মরে যেতে ইচ্ছে করে। ভোরের আলোয় কেউ যদি দেখে ফেলে জোকারের চোখে জল, সে যে আরো বড় হাস্যকর জোকস হয়ে যাবে। তাই চার্লি চ্যাপলিনের মত কমেডিয়ানকেও কান্না লুকিয়ে বলতে হয়, “I am walking in the Rain,
and no one can see I’m crying!”
কিংবা ব্রিটিশ কমেডিয়ান টনি হ্যানকককে তার সুইসাইড নোটসে লিখতে হয়, ”Things went wrong so many times.” মিডিয়াতে সবচেয়ে বেশি সুইসাইড করে কমেডিয়ানরাই। ফেবুতে যে ছেলেটা সারাদিন সারারাত ফানি স্ট্যাটাস-কনেন্ট লিখে বেড়ায়, সেই ছেলেটার গোপন দীর্ঘশ্বাস ভার্চুয়ালের এই ছায়াহীন জগতের কোথাও বিন্দুমাত্র ছায়া ফেলে না।
হারুদা সম্ভবত ড্রয়ারে কারো ছবি খুঁজতে বলেছিল, তাকে খবর দিতে বলেছিল। আমি হারুদার ড্রয়ার খুঁজতে লাগলাম। একটা অনেক পুরোণো খামের ভেতর একটা সাদাকালো ছবি আর একটা ভাঁজ করা কাগজ। ছবিটা দেখেই আত্মার মধ্যে ধক করে উঠলো। দশ সেকেন্ডের মধ্যে আমি চিনতে পারলাম, ছবিটা বাসে আমার পাশের সিটে বসা ভদ্রমহিলার অল্পবয়সের। ইনিই কি তাহলে সেই মেয়ে যে হারুদার কাছে মুগ্ধতা নয়, নির্ভরতা খুঁজেছিল। ভদ্রমহিলা আমাকে বলেছিল, এই এলাকায় তার কে একজন পরিচিত আছে, একজনটা তাহলে হারুদা! সব মিলে যাচ্ছে। ইশ, কেন যে তখন কথা বললাম না, তাহলে হয়তো জানতে পারতাম। তাকে এখানে নিয়ে আসলে হারুদা অন্তত মৃত্যুর পূর্বে আরেকবার প্রিয় মানুষটার অবাক দৃষ্টিটা দেখে যেতে পারতো। নাহ, হারুদা তুমি এবারও হেরে গেলে। হারুপার্টি হারুদা।

চিঠিটা খুলে পড়তে যাবো, এমন সময় বাইরে থেকে ডাক পড়লো। চিঠিটা পকেটে রেখে বেরুতে বেরুতে ভাবলাম, ঠিকানা পেলে হয়তো ভদ্রমহিলাকে একটা খবর দেয়া যেত। কোথায় যে নেমেছে তাও তো খেয়াল করিনি। তাহলে শেষ দেখাটা হয়তো দেখে যেতে পারতেন।
হারুদার দাফনের কাজ শেষ করে রাত হয়ে গেছে বেশ। সকালের আগে বাস নেই, কিন্তু আমার তো ঢাকায় রাতেই ফিরতে হবে। রেন্ট কার থেকে অনেক ঝামেলায় একটা কার যোগাড় করে ফিরছি।

হারুদা আর কোথাও নেই। কবর দেয়াটা কেমন একটা ব্যাপার। যেন চিত্কার আমি হারুদার অস্তিত্বকে অস্বীকার করে ফিরলাম। কোথাও নেই হারুদা, কোথাও নেই। হেরে যাওয়া হারু হারিয়ে গেছে চিরতরে। এই প্রথম আমার চোখে জল বেরিয়ে এলো। কেউ দেখলো না সে জল, কেউ জানেনা শুধু রাতের বাতাসে ছুঁয়ে গেল, অন্ধকারে সময় বয়ে গেলো। সময় মুছিয়ে দেবে আমার মন থেকেও হারুদাকে। কোথাও থাকবে না হারু, কোথাও না।
চিঠিটার কথা মনে পড়লো। পকেট থেকে বের করলাম। চিঠির নীচে চোখ পড়তেই থমকে গেলাম। নাহ, চিঠিতেই তো ঠিকানা দেয়া ছিল হারুদার প্রেমিকার মানে সেই ভদ্রমহিলার। আগে দেখলে খবর দেয়া যেত। চিঠি পড়তে শুরু করলাম,

“তুমি,
………জানো, তাসের প্যাকেটে ৫২টা তাস থাকে, এর মধ্যে ৪টা কার্ড থাকে যারা এম্নেই থাকে, জোকার।
আমিও না এরকম,জানো। একবার পড়ে গিয়ে ডান হাতের কব্জি মচকে গেলো। পরেরদিন আমার ধর্ম পরীক্ষা। মা আমার হাতে বরফ লাগাচ্ছে, তার তো চিন্তার শেষ নাই। হাতের চিন্তা তো আছেই, তার চেয়েও বড় চিন্তা পরেরদিন পরীক্ষা দেবো কি করে ? আমি তখন নিজের মনেই আছি, আমার কোন ভাবনা-চিন্তা নেই। নিজের মত বা’হাতে ফোন টিপছি, টিভি দেখছি। এদিকে মা বরফ লাগাচ্ছে, স্যারদের ফোন দিচ্ছে, কি করা যায়। আমি তখন চিন্তা করে মা কে বলছি,“মা চিন্তা কর, তুমি না খাইয়ে দিলে আমি আজকে বা’হাতে খেতাম। ভাবো একবার, আমি বা’হাতে হাপুস-হুপুস করে ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছি! হাহাহাহ! ” মা চোখ গরম করে এমনভাবে তাকালো যে আমি নিজেই কনফিউজড হয়ে গেলাম, মায়ের পেট থেকে এটা কি বের হয়েছে, মানুষ নাকি এলিয়েন। খারাপ পাড়ার একটা মেয়েকে বলেছিলাম, “পতিতালয়ের মেয়ের এমন আ্যানজেলের মত চেহারা হওয়াটা ঠিক না। ” মেয়েটার দুঃখ পাওয়া উচিত ছিল, পায়নি। ওর হিউমার অনেক হাই। এবার হসপিটালে যে নার্সটা আমাকে চেক করে দিত, সে রাতে একবার আসলো, এসে জিজ্ঞেস করলো, “কি অবস্থা এখন ?” তখন আমি বমি-পেট ব্যাথায় শেষ। গলা দিয়ে আওয়াজ বেরুচ্ছে না, তবু চিঁহি সাউন্ড করতে করতে বললাম, “হুম, ঠিকই আছে, তবে আপনার চেহারার সাথে সাদা খুব একটা যাচ্ছে না, ব্ল্যাক অর ডিপ ব্লু পড়বেন আপনি। ” হয়তো ওনারও হিউমার হাই কিংবা ভেবেছেন জ্বরের ঘোরে আবোল-তাবোল বকছি। তাই চুপচাপ চলে গেছেন। তুমি যখন আমাকে বললে, আমি আমার অসুস্থতা নিয়ে ফান করলাম স্বাভাবিকভাবেই। তুমি রেগে গেলে সিরিয়াসনেস না থাকায়। সিরিয়াস কিভাবে হতে হয় আমার জানা নেই। কখনো হবো বলে মনেও হয় না। আমার প্রায়ই মনে হয় মৃত্যুর পর বিচার শেষে যখন আমাকে নরকে পাঠানো হবে, তখন আমি নরকের দরজার সামনে দাড়িয়ে নরকের আগুন দেখতে দেখতে প্রহরীকে হয়তো জিজ্ঞেস করবো, “ভেতরে কি জুতা খুলে যাবো, আমি আসলে জুতোর ফিতে বাঁধতে পারিনা, আম্মু বেঁধে দেয়, আম্মু তো স্বর্গে, আপনি কি আমার জুতোর ফিতে বেঁধে দেবেন পরে? ! ” প্রহরী মুখের এক্সপ্রেশান কি হবে, এটা দেখার জন্য হলেও আমি একবার নরকে যেতে চাই। আমি ঠিক এতটাই জোকার, সিরিয়াস কি করে হই?!
কেন এমন করি ?
বলা কঠিন তবে প্রথমে তোমায় বললাম না, কার্ডের কথা, জোকার, এই কার্ডটা কোন খেলায় ব্যবহার হয়না, বড়জোর অন্য কোন কার্ড মিসিং থাকলে নেয়া হয়, আবার হারানো কার্ডটা ফিরে এলেই ওকে ব্যাক করতে হয় নিজের জায়গায়। এই কার্ডটার জন্য আমার খুব মায়া লাগে, আমিও তেমনি, কারো কোন কাজে লাগি না, একদম অপ্রয়োজনীয় সব জায়গায়। যদিও বা কারো কোন ছোট্ট কাজে লেগে যাই, সেই গর্ব বুকে করে ফিরে যাই নিজের জায়গায়, ডাস্টবিনে। যেতে না চাইলেও ছুঁড়ে ফেলা হয়।
একদিকে থেকে লাভ কি ?! আমি জোকারের দুটো অর্থই নিজের ভেতর পুষি, আমি এমনই।
এমন একটা অপদার্থের ওপর রাগ করে থাকাও কি একরকম বোকামি না ?
আমি জানি, তুমি বোকা না।
ইতি,
আমি।"
জানা কথাগুলোই আবার পড়লাম যদিও তবু আমি ঘোরে আটকে গেলাম। এই অক্ষরগুলো জুড়ে থাকা আবেগ-আক্ষেপগুলোয় এমন একজন মানুষের অস্তিত্বের ছোঁয়া লেগে আছে যে এক বুক আক্ষেপ নিয়ে অস্তিত্ব হীন হয়ে গেছে পৃথিবী থেকে।
ভদ্রমহিলার যে ঠিকানা দেয়া আছে, তা আমার যাবার পথেই পড়বে। হারুদার না দিতে পারা চিঠিটা কি দিয়ে যাবো আমি ভদ্রমহিলাকে ? হারুদার অসম্পূর্ণ কাজ সম্পুর্ণ করবো ?

ঠিকানাটা পেরুনোর সময় গাড়ি থামাতে বলতে গিয়েও বললাম না ড্রাইভারকে। চিঠিটা পেলে ভদ্রমহিলা কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না, অপরাধবোধে ভুগে কষ্ট পাবেন মৃত্যুর পূর্বদিন পর্যন্ত।
আমার হারুদা বেঁচে থাকতে কখনো কাউকে কষ্ট দেয়নি, মৃত্যুর পরও তাই তাকে কারো কষ্টের কারণ করতে পারিনা। হারুদাকে তাই আবার হারিয়ে দিলাম। হারুপার্টির হারু মৃত্যুর পরও হেরে যাচ্ছে। সুখী পৃথিবী সুখে থাকো, নাইবা জানলে একজন হারুর গোপন কষ্ট, নাইবা জানলে কতখানি দিয়ে গেলো তোমাদের।

তবু ভালো থেকো হারুদা। হারতে হারতেই না হয় ভালো থেকো

একটি বিয়ের প্রস্তাব,অতঃপর......

একটি বিয়ের প্রস্তাব,অতঃপর......
লিখেছেন- প্রাঞ্জলিকা গোমেজ

-তোকে আমি কখনো বলেছি যে তোকে আমি ভালবাসি? -না। -তাহলে, হুট করে বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইলি ক্যান? -আমি তো তোকে ভালবাসি।তোর আমাকে ভালবাসতে হবে না,আমি তোকে ভালবাসি, অনেক ভালবাসি।তুই আমার সাথে বিয়ের পরেও খাউখাউ-ঘাউঘাউ করিস। আমার প্রবলেম নেই। -তোর মাথা খারাপ হয়ে গেছে,তন্ময়! পুরা আউলায়ে গেছিস তুই। -মাথা আমার ভাল ছিলটা কবে? -তুই জানিস আমি বাপ্পীকে ভালবাসি,তবুও তুই......।। -ওই ছাগলা দাঁড়িওয়ালাকে তুই ভালবেসে ফেলেছিস আমার অনুপস্থিতে।আমি দুই বছর দেশের বাইরে ছিলাম আর তুই টুপ করে ওকে ভালবেসে ফেললি!এটা কিছু হল?আমার মনে হয় তুই ওকে ভালবাসিস না।এটা তোর মোহ! -তোর মাথা!আমি তোকে কখনো বিয়ে করব না। -তোর বিয়ে আমার সাথেই হবে।ওই ছাগলার সাথে আংকেল-আন্টি কখনো তোর বিয়ে দিবে না।তোদের সেইম এজ,বাপ্পী এখনো চাকরী পায় নি,মাত্র থার্ড ইয়ার!আর আমাকে আংকেল-আন্টি জন্ম থেকে চেনে,আংকেলের বন্ধুর ছেলে,ইঞ্জিনিয়ার পাত্র পাচ্ছে।আমাকে রেখে ওই ছেলের সাথে কখনোই তোর বাবা-মা তোকে বিয়ে দিবে না পৃথা। -আমি পালিয়ে বিয়ে করব!দুই-তিন বছর পর বাবা-মা ঠিকই মেনে নেবে।আমি বাপ্পীকেই বিয়ে করব, তোকে না। -ওকে,খুবই ভাল কথা।ছাগলাকেই বিয়ে কর।তোদের বিয়েতে আমাকে অবশ্যই সাক্ষী রাখিস,হাজার হোক তোর বেস্ট ফ্রেন্ড তো আমিই,বয়ফ্রেন্ড না'হয় অন্য কেউই হল!আগে দেখ ঐ মুরগী তকে বিয়ে করতে রাজী হয় কি না।রাজী না হলে কিন্তু আমাকেই বিয়ে করিস।

তন্ময়ের গালে কষে এক থাপ্পড় মারার ইচ্ছা অনেক কষ্টে দমন করলাম। শয়তান ছেলে একটা।জানে আমি অন্য একজনকে ভালবাসি, তবুও অস্ট্রেলিয়া থেকে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে এসেই বাসায় বিয়ের প্রপোজাল পাঠিয়েছে।বাবা-মা ওকে খুবই পছন্দ করে।এই শয়তানটা আমার দুই বছরের বড়,কিন্তু পিচ্চিবেলা থেকে দুইজন মারপিট করে,খামচাখামচি,ঝগড়া করে বড় হয়েছি। এখন আফসোস হচ্ছে,কেন এরকম ইবলিশ একটা ছেলে আমার বেস্ট ফ্রেন্ড!ব্যাটা তুই বিদেশ থেকে একটা টুকটুকে মেম বউ বিয়ে করে আনতি! আমি কেন?দুনিয়ায় আর মেয়ে নাই নাকি?ব্যাটা খবিশ!কত কনফিডেন্স!আমিই ওর বউ হব?তোর কনফিডেন্সের আমি খ্যাতা পুড়ি!আমি বাপ্পী ছাড়া আর কাউকেই বিয়ে করব না।বাপ্পীকে আবার বলে ছাগলা!তুই নিজে কি?তুই হলি শয়তান,খবিশ,খাটাস,তেলাপোকা,মাকড়সা............।।
-বাপ্পী,আমার বিয়ে ঠিক হয়ে গেছে। -কি বল এগুলা? -হুম।এখন বল কি করবা? -আমি কি করব? -তুমিই তো করবা।চল,বিয়ে করে ফেলি। -মানে? -মানে আবার কি?বিয়ে করে ফেলি,তারপর বাসায় বলি।প্রথম প্রথম অমত করলেও পরে সবাই মেনে নিবে। -পৃথা আমাকে একটু ভাবার সময় দাও প্লিয।

বাপ্পী দুইদিন ভাবার সময় নিয়েছে।আমার বিয়ের আছে আর মাত্র বারো দিন!কত কাজ।মা, আমাকে আর তন্ময়কে পরিচিতদের বাসায় কার্ড দিতে পাঠিয়েছে।এই ছেলেটাকে আমি আর সহ্যই করতে পারছি না।দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছে!ওর থোঁতা মুখটা মেরে একেবারে ভোঁতা করে দিতে ইচ্ছে করছে!

-কি রে?তোর ছাগল বিয়ে করতে রাজী হল?আমাকে তোর ফ্রেন্ড হিসেবে সব বল,আগে যেমন সব শেয়ার করতি,আমি হেল্প করব।হবু বর হিসেবে দেখিস না। -চুপ থাক তন্ময়! খুন করে ফেলব একেবারে। -খুন করবি?কর তো!পেপারে নিউজ হবে,"বউয়ের হাতে স্বামী খুন" গ্র্যান্ড হবে! সবসময় তো স্বামীর হাতে বউ খুন হওয়ার নিউজই পড়ি!তুই উল্টা কর!

এই ছেলে এত কথা কেন বলে?মাথা ধরে গেল!
-তোর মাথা ধরেছে নাকি? -তোর বকবক শুনলে যে কারো মাথা ধরতে বাধ্য। -আচ্ছা,আর বকবক করব না,শুধু একটা প্রশ্নের উত্তর দে,কবে বিয়ে করছিস বাপ্পীকে? -পরশু দিন। -বাহ,ভাল।কংগ্র্যাচুলেশন। -থ্যাংকস।
কাল আমি বাপ্পীকে বিয়ে করছি। আমার মাথার ভেতর ফাঁকা ফাঁকা লাগছে একদম। বারান্দায় বসে আছি আর চুপচাপ আকাশ দেখছি।বিয়ের আগের দিন কি প্রতিটা মেয়েরই এমন হয়?কাল থেকে বাবা-মা,আত্মীয়-স্বজন, ভাই-বোন সবার চোখে আমি খারাপ মেয়ে হয়ে যাব,শুধু একজনের চোখে আমি সেই আগের পৃথা হয়েই থাকব,তন্ময়ের চোখে।আমার কোন বিপদ হলে ওই এগিয়ে এসে আমাকে রক্ষা করবে,ঠিক আগে যেমন করত।এ কি?যে পাজীর জন্য আমাকে বিয়ে করতে হচ্ছে আমার তার কথা কেন মনে পড়ছে?

বান্ধবীর বাসায় আড্ডা মেরে বাসায় ফিরেছি,প্রাইভেট পড়তে যাই নি,মায়ের বকা খাওয়া থেকে বাঁচাল তন্ময়।ক্লাস নাইনে হায়ার ম্যাথে মান্থলি টেস্টে ডাবল জিরো পেয়েছি,মা রেগে-মেগে বলছে আমার পড়া-লেখা বন্ধ করে দেবে আর তন্ময় বলছে "জিরো পেয়েছে তো কি হয়েছে আন্টি?এই গাধী যদি টার্মে সেভেন্টি ফাইভে সেভেন্টি থ্রী না পায় তো আমিই পড়া-লেখা ছেড়ে দিব।" নিজের পড়া বাদ দিয়ে আমাকে অংক করাচ্ছে তন্ময়। আরও কত স্মৃতি।সব কিছু থেকে সব সময় আমাকে বাঁচিয়ে এসেছে এই শয়তানটা, আমার একমাত্র ভাল বন্ধু,সব সময়ের বন্ধু।যেদিন ওর অস্ট্রেলিয়া যাওয়ার কথা শুনেছিলাম সেদিন আমি এতই কেঁদেছিলাম যে আমার কান্না দেখে মানুষ ভাবছিল আমার কে না কে মারা গেছে! ওর উপর এত রাগ উঠে যাচ্ছিল!আমাকে একা ফেলে রেখে কি সুন্দর চলে যাচ্ছে! বলেছিলাম,"তুই ওখানে যেয়ে নতুন নতুন বন্ধু পেয়ে আমাকে ভুলে যাবি,না রে?আমার কথা তো তোর তখন মনেই পরবে না।" আমার বাচ্চাদের মত কথা শুনে ও শুধু হেসেছিল আর বলেছিল, "তোকে ভোলা আমার জন্য অসম্ভব রে পাগলী! আমি আবার ফিরে আসব আর তোকে আমার করে নেব একেবারে।"

তন্ময় ওর কথা রেখেছে।ফিরে এসেছে আমাকে ওর করে নেওয়ার জন্য,কিন্তু আমিই ওকে টুক করে ভুলে গেছি।চোখ ভেঙ্গে কান্না আসছে।চোখের সামনে একটা স্মৃতিই ভাসছে,বার বছরের তন্ময় সাঁইসাঁই করে সাইকেল চালাচ্ছে,সাইকেলের পেছেনে দশ বছরের আমি বসে আছি।মনে হচ্ছে পঙ্খীরাজ ঘোড়ায় বসে আছি,সাইকেল পড়ে গেছে সাথে আমি আর তন্ময়ও।তন্ময়ের কিছুই হয় নি,কিন্তু আমার হাতে রাস্তায় পড়ে থাকা টিনের কোনা ঢুকে গলগল করে রক্ত পড়ছে,আমি কাঁদছি না কিন্তু তন্ময় আমার হাত চেপে ধরে হাপুস নয়নে কেঁদে যাচ্ছে যেন ওই ব্যাথা পেয়েছে!
আজব!আমি বাপ্পীর কথা না ভেবে তন্ময়ের কথা কেন ভাবছি?
বাপ্পীকে বিয়ে করতে যাচ্ছি।প্রথমে বনানীতে দেখা করব তারপর কাজী অফিসে যাব।বাসায় জানে আমি তন্ময়ের সাথে ওর একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি।তন্ময়ের সাথেই বের হয়েছি কিন্তু ও অর্ধেক রাস্তা থেকে ফিরে গেছে। "ছাগলাকে বিয়ে করে গাধী থেকে ছাগলী হয়ে যাচ্ছিস তোকে অভিনন্দন।" কথাটা শুনে এক ঘুষিতে ওর চাপা ফাটিয়ে দিতে ইচ্ছে করছিল।আজ আমার বিয়ের দিন,শুভ দিন।তাই আর কিছু বলি নি।ব্যাটা বিয়েতে থাকতে চাচ্ছিল,আমি ভাগিয়ে দিয়েছি।আবার কি না কি ঝামেলা পাকায় তার নেই ঠিক।

বাপ্পী দাঁড়িয়ে আছে।ওর তো পাঞ্জাবী পড়ে আসার কথা,কিন্তু পড়ে আছে টিশার্ট।থাক,আমিও তো সালোয়ার-কামিজই পড়ে আছি।
-বাপ্পী,আমি খুব সরি।তুমি আমাকে মাফ করে দাও।আমি তোমাকে বিয়ে করতে পারব না।আমি কখনোই তোমাকে ভালবাসি নি,ঘোরের মধ্যে ছিলাম একটা ,আমার সব ভালবাসাই অনেক আগে থেকেই শুধু ঐ ফাজিলটার জন্য,আমি আগে বুঝি নি।তুমি আমাকে ছেড়ে দাও বাপ্পী!আমাকে ক্ষমা করো ।
-তোমার ক্ষমা চাইতে হবে না পৃথা ।আমি ক্ষমা চাইতে এসেছিলাম তোমার কাছে।আমিও তোমাকে আজ বিয়ে করার জন্য আজ আসিনি,তোমাকে ফিরিয়ে দিতেই এসেছিলাম।তোমার আর আমার সম্পর্কটা কেমন যেন খাপছাড়া লাগত আমার আগে থেকেই,তোমার সব কথা সবসময় শুরু হত তন্ময় ভাইয়াকে দিয়ে শেষও হত তাকে দিয়েই।আমি কিছু মনে করি নি।জীবনে সুখী হও আর তোমাদের বিয়ের কার্ড তো দাও!আমার বউকে পরে বলতে তো পারব আমি আমার প্রেমিকার বিয়ে খেয়েছি।হা হা হা হা হা হা হা...............।।
-তোর বিয়েটা তাহলে আর হল না!আহারে.........। -বিয়ে হবে তো!আর এক সপ্তাহ পর হবে। -কিন্তু যার সাথে হবে তাকে তো তুই ভালবাসিস না। -তো কি হইছে? সে তো আমার ভালবাসা চায় না।আমার হাঁউকাঁউ চায়। -না,তা ঠিক না।হাঁউকাঁউ চায় ঠিক,কিন্তু মাঝে মাঝে অল্প অল্প ভালবাসাও তাকে দিস।একদম অল্প দিলেও তার চলে যাবে।আর কিছু লাগবে না।
তন্ময়ের বাইকের পিছনে আমি।বাইক সাঁইসাঁই করে ছুটে চলছে,মনে হচ্ছে আমার রাজপুত্র আমাকে তার পংখীরাজ ঘোড়ায় করে নিয়ে যাচ্ছে।

শনিবার, ৩ আগস্ট, ২০১৩

ভালবাসা অন্য কোথাও

ভালবাসা অন্য কোথাও 
লিখেছেন- শেষ রাতের আঁধার

ছোটখাটো একটা ছাতা মাথার উপর। আগের ছাতাটা কত ভাল ছিল। আব্বুর ছাতাটা। খুব সহজে ২-৩ জন থাকা যেত। আর এখন এই পিচ্চি ছাতায় ভিজে শেষ গালিব। ছোট ছাতা ব্যবহার না করলে নাকি স্মার্ট হওয়া যায় না। তাই একটা ছোট ছাতা কিনেছে কাল। এই বৃষ্টির মধ্যে চোখে sun glass. এটাকে এখন rain glass বলে মনে হচ্ছে। খুব বিরক্ত লাগছে চোখে এটা পরে থাকতে। চশমা ! ওহ কি বিরক্তিকর একটা জিনিস। কিন্তু কিছু করার নেই, স্মার্ট হতে হলে sun glass টাকে rain glass বানিয়ে হলেও পরতে হবে। প্রিয়তিকে খুব ভালবাসে গালিব। আর মেয়েটার জন্য একটু স্মার্ট হতেই হবে। সম্পর্ক নয়ত টিকবে না, বলে দিয়েছে প্রিয়তি। বড় ছাতাটা দেখে সেদিন কি চিল্লাচিল্লি না করল প্রিয়তি। তাই ছোট ছাতা কেনা। অবশ্য ঠিকই বলছে । প্রিয়তি কত স্মার্ট অত সুন্দর। ও যদি একটা পাগল পাগল টাইপ , আনস্মার্ট ছেলের সাথে ঘুরে কেমন লাগে না। গালিব এক জামা দিয়েই অনায়েসে সপ্তাহ পার করে দিতে পারে। কিন্তু এখন আর তা করলে হয় না।
- তোমার কি এই একটাই জামা? - না, তা হবে কেন? - তাহলে এই ময়লা জামা পরে প্রতিদিন আসো কি ব্যাপার? - খুব আলসেমি লাগে জামা বের করতে। - জামা কি সব সিন্দুকে ঢুকিয়ে রাখছ নাকি? যে বের করতে আলসেমি লাগে। - আরে না। কি বল। এই যুগে সিন্দুক পাব কই? ঘুছিয়ে রেখে দিছি মাথার কাছে।
প্রিয়তি বাম ভ্রু উঁচু করে তাকাল গালিবের দিকে। প্রিয়তিকে এই অবস্থায় দেখতে অসাধারণ লাগে। গালিবও একটু বাম ভ্রুটা উঁচু করার চেষ্টা করল।খুব অদ্ভুত লাগছে দেখতে।
- এই এই চোখ এমন করছ কেন তুমি? - একটু তোমার মত করার চেষ্টা করছি। - আণ্ডা। চোরের মত লাগতেছে তোমাকে। - এসব কি কথা। তোমাকে না কি সুন্দর লাগে। - আমাকে লাগবেই। আমি তোমার মত ময়লা জামা পরে ঘুরি নাকি। তুমি কি নোংরা!! - জামা পরলে পুরনো হয়ে যাবে না? তাই এটা নষ্ট হবে আগে তারপর অন্যটা পরবো।
একটু পাশে এসে গালিব হাত ধরতে যাচ্ছিল প্রিয়তির। দূরে সরে গিয়ে প্রিয়তি বলল- একদম ধরবা না আমাকে ময়লা জামা পরে। কি জঘন্য। ভাবা যায় তুমি নতুন জামা তুলে রেখে এই পচা ময়লা জামা পরে আমার সাথে দেখা করতে আসছ। তুমি এমন কেন? একটু স্মার্ট হতে পার না?
আসলেই তো গালিব এমন কেন? একটু স্মার্ট হতে পারে না? আজ স্মার্ট হয়ে আসছে গালিব। মাথার চুল গুলো উপরের দিকে স্পাইক করে এসেছে হেয়ার জেল দিয়ে।
- তুমি কি এভাবেই চুল আঁচড়াবে? - কিভাবে? - এই মদন মদন ভাবে। - কই? ভালই তো এটা। সবাই ভদ্র বলে চুল দেখে আমার। একদিন কি হল জানো, এক লোক রাস্তার পাশে দাঁড়িয়ে পরিবেশ নষ্ট করছে। বসে করলেও হত। খুব মেজাজ খারাপ হল। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম হাতে আমড়ার আচার নিয়ে। এই দুর্গন্ধে। খাওয়া যায় বল? কি আর করা। আসতে করে দিলাম এক লাথি ব্যাটাকে পিছন থেকে। লোক তো তারাতারি করে ঠিকঠাক হয়ে পিছন ফিরে তাকাল। কে এই কাজ করল দেখার জন্য। আমার চেহারা দেখে তার মনে হয়নি যে আমি এই কাজ করেছি। বুঝ না, চেহারায় তো আমার innocent ভাব। উনি আমার কাছে জানতে চাইলেন আমি দেখেছি কিনা এই কাজ কে করেছে। আমি দুর্গন্ধের মধ্যে আচার খেতে খেতে বললাম, না তো আংকেল। তবে এক ছেলেকে দৌড়ে যেতে দেখলাম। আংকেল তো খুব আক্ষেপ নিয়ে স্থান ত্যাগ করলেন। শান্তি মতন পরিবেশও নষ্ট করতে পারলেন না। হাহা। - এই চুপ। কি সব কথা বলতেছ। এর সাথে চুলের কি সম্পর্ক? - আছে। আমার চুল দেখেই উনি বুঝলেন যে এই অপকর্ম আমাকে দিয়ে করা সম্ভব না। - তুমি কি হেয়ার স্টাইল চেঞ্জ করবা কি করবা না বল। - না করলে হয় না? - না হয় না। আমার এই মদনের সাথে ঘুরতে অস্বস্তি লাগে। তুমি হেয়ার স্টাইল চেঞ্জ করে আসবা পরের দিন। একটু স্মার্ট হও না প্লিজ। আমার ভাল লাগে তোমাকে। - আচ্ছা।
গালিব চুপ করে কথাটা বলল। প্রিয়তি হয়ত খুব রেগে গেছে।
আজ তাই চুলের স্টাইল চেঞ্জ করে যাচ্ছে গালিব।চোখে sun glass বা rain glass . হাতে ছোট ছাতা। ভিজে শরীর শেষ। নতুন জামা ভিজে একাকার। ময়লা জামা পরে যাচ্ছে না আজ।সম্পর্কটা টিকিয়ে রাখতে হবে যে। ------------------------------------------------------ সাদিয়া কখন থেকে অপেক্ষা করছে। অনিক মোবাইল এ কল করছে না। মেসেজও না। ফেসবুকেও নেই। আজ দেখা হচ্ছে দুজনের প্রথম বারের মতন। একটু সাজগোজ করে এসেছে আজ সাদিয়া। কখনও সাজে না। কিন্তু অনিক এর সাথে দেখা করতে আসছে না সাজলেই নয়। আসার আগে সাদিয়ার ছোট বোনটা ওকে দেখে হা করে তাকিয়ে ছিল। - আপু তোকে না পরীর মত লাগছে।
শুনে একটু লজ্জাই পেয়েছিল সাদিয়া। কেউ এভাবে সুন্দর বললে খুব লজ্জা লাগে। শাড়ি পড়েছে একটা নীল রঙের। নাকে ছোট্ট পাথর বসানো একটা নাক ফুল। কপালে ছোট্ট একটা নীল টিপ। আয়নার সামনে দাঁড়িয়ে সত্যি নিজেকে অনেক সুন্দর লাগছিল। ধ্যাৎ কি একটা ছবি দেখাল অনিককে। আজকে একটা ছবি তুলে ওকে দেখালে কত ভাল হত। এভাবে কখনও সাজেনি সাদিয়া। সাজগোজ করা একদম পছন্দ না সাদিয়ার। শুধু অনিকের জন্যই করা। ভালবাসার মানুষের জন্য মাঝে মাঝে কিছু কিছু করতে হয়। হ্যাঁ, ভালবাসার মানুষ। একটু লাজুক প্রকৃতির মেয়ে সাদিয়া। ফেসবুকে পরিচয় অনিকের সাথে। হুটহাট করে যে কারও রিকুয়েস্ট এসেপ্ট করত না সাদিয়া। পরিচিত ছাড়া অন্য কেউ ফ্রেন্ডলিস্ট এ ছিল না। অনিক রিকুয়েস্ট পাঠানোর পর থেকেই মেসেজ করতে থাকে সাদিয়াকে এসেপ্ট করার জন্য। আকুতি মিনতি কিংবা কাকুতি শুনে মন কিছুটা নরম হওয়াতে , অপরিচিত অনিককে ফ্রেন্ড লিস্টে জায়গা দেয় সাদিয়া। অপরিচিত কারও সাথে বড্ড বেশিই কথা বলা হত। দিন রাত সারাক্ষণ ২ জনের চ্যাট হত। ভাললাগা মন্দলাগা বিনিময় করতে করতে কখন যেন আবেগ অনুভূতিগুলোও বিনিময় হয়ে গেল। বোঝার সাধ্য দুজনের কারই ছিল না। ঘুম থেকে উঠার আগে মেসেজ চেক,রাতে ঘুমে টলে টলে ভুল ভাল বানানে মেসেজ দেওয়া। কখনও সারারাত জাগা। একদিন অনিক বলল, তোমাকে খুব বিশ্বাস করতে ইচ্ছা করে। - হুম কর। - যদি সারাজীবন করতে চাই? - হ্যাঁ, করবে। - পাশে থাকবে? - থাকব।
এমন অনেক কথাই হয়। সাদিয়ারও মনে হল অনেক দিনের পর অনেক বেশি বিশ্বাস করার মত কাউকে পেয়েছে। যার জন্য আবেগ কাজ করে। কখনও দেরি হলে মেসেজ দিতে কষ্ট কাজ করে। সাদিয়াকে একদিন অনিক বলল- তোমার কথা শুনতে বড্ড বেশি ইচ্ছা করে। কথা বলবে আমার সাথে?
তারপর অনিক নিজের নাম্বারটা দিয়ে বলে, জোর করব না।যদি কখনও ইচ্ছা করে। বিশ্বাস করতে পার। মনে হয় আমার সাথে কথা বললে বিরক্ত লাগবে না। তাহলে ফোন দিও। এতদিন ধরে তোমার সাথে ফেসবুকে চ্যাট করি । খুব শুনতে করে তোমার কথা। তাই বললাম। আমাকে খারাপ ভেবো না আবার।আমি সব মেয়ের নাম্বার চেয়ে বেরাই না। আমি এটা নিয়ে আর কিছু বলব না। যদি ইচ্ছা করে তো কথা হল। না ইচ্ছা করলে এই জিনিস নিয়ে আর কখনও কথাও বলব না।
এই মেসেজটা দেখার পর সাদিয়ার ভিতরে কেমন যেন করে উঠেছিল। খুব বেশি দোটানায় পরে গিয়েছিল কল করবে কি করবে না। ২ দিন খুব অস্বস্তিতে থাকার পর সাদিয়ার মনে হল , না ছেলেটা তো খারাপ না। কথা বলা যায়। আর বিশ্বাস তো অবশ্যই করে ওকে। কয়েকবার নাম্বারটা ডায়েল করেও কেটে দিল সাদিয়া। কেমন যেন লজ্জা লাগছিল কথা বলতে। কারও সাথে যে কথা বলে না তা না। কিন্তু অনিকের সাথে কথা বলতে লজ্জা লাগছে কেন বুঝল না। অবশেষে কল করল। অনিক ধরেই বলল, কে সাদিয়া? একটু অবাক হল সাদিয়া। কোন কথা বলার আগেই বুঝল কি করে সাদিয়া ফোন দিয়েছে। কারণটা এখনও জানে না সাদিয়া। তবে অনিক বলে, ভালবাসার মানুষের নিঃশ্বাস এর শব্দ শুনলেই বুঝা যায়। যদিও তখন ভালবাসার সম্পর্ক ছিল না দুজনের। কথা হত মোবাইল এ। অনেক বেশিই। ফেসবুকের চেয়ে এখন মোবাইল এ কথা বলাটাই বেশি গুরুত্ব পেত। সারাদিন মোবাইল এ কথা বলত। কি বলত না বলত। এত কি বলত? সময় এত তারাতারি কি করে যেত বোঝা খুব কঠিন ছিল। কথা বলতে বলতে দুজন খুব বেশি দুর্বল হয়ে পরল দুজনের প্রতি। সব বাদ দিয়ে দুজনের মনে সারাক্ষণই দুজনের ভাবনা। অনিক এর মাঝে কয়েকবার বলল, তোমাকে দেখতে ইচ্ছা করে। - আমি সুন্দর না। দেখে কি করবে? - যে এত সুন্দর করে যে কথা বলে ,সে সুন্দর না হয়ে পারে নাকি? - আমি আসলেই সুন্দর না। দেখ না ফেসবুকে কোন পিকচার দেই না। - আচ্ছা তুমি সুন্দর না হও। আমি তোমাকে দেখব। তোমাকে খুব দেখতে ইচ্ছা করে। প্লিজ আমার এই ইচ্ছাটা পূরণ করবে না?
এমন করে অনেক দিন আবদার করেছে। সাদিয়া কখনই নিজের ছবি দেখায় নি।
মুখে না বলুক। দুজনই বুঝতে পারত দুজন দুজনকে ভালবাসে। সারাদিন সময় দিচ্ছে। ভালবাসা না থাকার কথাই না। অনিক মাঝে মাঝে বড্ড বেশি বাচ্চা ছেলের মত করত, মোবাইল করেই কান্নাকাটি করত। আর বলত, আমাকে ভুলে যাবে না কিন্তু কখনও।
আরে পাগল সাদিয়াও তো পারবে না ভুলে থাকতে। কান্নাকাটির কি আছে?
ভালবাসার কথা যেদিন অনিক বলল, সেদিন সাদিয়া একদমই চুপ হয়ে গিয়েছিল। গম্ভির হয়ে বলেছিল, আমাকে ভালবাসার কিছু নেই। - না থাকুক। আমি ভালবাসি। কেন বাসি ওটা আমার ব্যাপার। আমাকে বাসা না বাসা তোমার ব্যাপার। না বাসলে কষ্ট পাব, বাসলে আমি আরও ভালবাসব।
সোজা সাপটা কথা অনিকের। না করতে পারেনি সেদিন সাদিয়া। কতক্ষণ পর কান্নাকাটি শুরু করে দেয় অনিক। কেন বাসবে না ভাল। ও কি এতই খারাপ। তাই হ্যাঁ বলেই দিল সাদিয়া। আর সাদিয়া যে বাসে না তা তো না। সাদিয়াও ভালবাসে। হৃদয়ের এক কোণে লুকিয়ে রাখা ভালবাসা অনিক এর জন্যই শুধু সায় দিয়েছিল। জীবনে সব কিছু, দুঃখ , সুখ ,আনন্দ, যার সাথে ভাগ করে নিয়েছে তাকে ভাল না বাসার কিছু নেই। অনিক যদি সাদিয়াকে না দেখে অন্ধের মত ভালবাসতে পারে। সাদিয়া কেন পারবে না এই ছেলেটার পবিত্র ভালবাসা টাকে সায় দিতে।
সেদিন রাতে সাদিয়া ফোন দিয়ে বলল অনিককে। - অনিক, আজ আমরা সারারাত কথা বলি? - হ্যাঁ, কেন বলব না। তোমার কথা আমার শুনতে অনেক ভাল লাগে। - আজ আমি সারারাত কাঁদবো। তুমি শুনবে। - এই কাঁদবে কেন? কি হইছে? - কিছু হয় নি। শুনবে না কান্না আমার? অনিক শুনবে তুমি বল?
বলেই নীরবে কাঁদতে লাগল সাদিয়া।অনিক কয়েকবার জিজ্ঞাসা করল কেন কাঁদছে। কোন উত্তর দিল না। অনিক চুপচাপ কান্নার শব্দ শুনে গেল। কান্না শেষে সাদিয়া অনিককে বলল- অনিক, আমিও তোমাকে অনেক ভালবাসি। আমার জীবনটা শুধু কষ্টেই কেটেছে সবসময়। আমি তোমার মত এত কাছে কখনও কাউকে পাই নি। এত ভালবাসাও না। আমার পাশে থাকবে না তুমি সবসময়? - থাকব। কেদনা তো আর। পাগলি, কাঁদো কেন? তুমি আমাকে ছেড়ে না গেলে আমিও কখনও যাব না। - promise কর। - আমাকে তুমি বিশ্বাস কর না? promise কেন করতে হবে? - করি তো। - তাহলে? আমি তোমাকে ভালবাসি। তোমাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। সাদিয়া একটা কথা বলব? - বল। - রাখবে কিন্তু? না করতে পারবে না। - আচ্ছা। - আমি তোমাকে দেখতে চাই।কতদিন তোমার ছবি দেখতে চাইলাম দিলে না। চল না আমরা কাল দেখা করি।
ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল সাদিয়া। আচ্ছা কাল বিকেলে আমরা দেখা করব।
- সত্যি তো? - হ্যাঁ।
রাতেই একটা ছবি মেসেজ করে পাঠিয়ে দিয়েছিল সাদিয়া।আর এখন অপেক্ষা করছে অনিকের জন্য দাঁড়িয়ে। সত্যি সুন্দর লাগছে তো দেখতে? নাকি ছোট বোনটা মিথ্যা বলল। মোবাইল টা বের করে তার স্ক্রিনে নিজের চেহারাটা আর একবার দেখল সাদিয়া। আজ চোখে কাজলও দিয়েছে। সত্যি সুন্দর লাগছে তো। নিজেকে এত সুন্দর লাগে নি কখনও। শুধু গায়ের রঙটা একটু কালো। মোবাইল স্ক্রিনে চেহারা দেখতে দেখতেই হঠাৎ আলো জ্বলে উঠল। অনিক মেসেজ করেছে। খুব স্বস্তি লাগছে। নিশ্চয় লিখে পাঠিয়েছে ওর আসতে আর বেশি সময় লাগবে না। মেসেজটা ওপেন করল সাদিয়া। মেসেজ এ লেখা- আমি জানি আমার কাজটা করা ঠিক হচ্ছে না। তবুও কঠিন হলেও সত্য যে আমি আমার জীবনে সবসময় একটা পরীকে চেয়েছি ভালবাসার মানুষ হিসেবে। আমি তোমাকে ভালবেসে ফেলেছিলাম ঠিক আছে। তোমার কথা শুনে, একটানা কথা বলতে বলতে আমি দুর্বল হয়ে গিয়েছিলাম। আমার কল্পনাতে আমি তোমার একটা ছবি একেছিলাম। সেই তোমাকে আমি ভালবেসেছিলাম। কাল তোমার ছবি দেখার পর আমার ভাবনা সব বদলে গেছে। নিজের সাথে অনেক বেশি যুদ্ধ করেছি। বুঝানর চেষ্টা করেছি, তুমি অনেক ভাল মেয়ে , তোমাকে ভালবাসি আমি। কিন্তু আমি পারিনি। আমি আজ হয়ত তোমাকে মেনে নিলাম, কিন্তু ২ দিন পরই আবার তোমাকে আমার অসহ্য লাগবে। তোমার ছবি দেখে তোমাকে আমার পছন্দ হয় নি। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। এতদিন তোমার সাথে ভালবাসার কথা বলার জন্য আমি সরি। তুমি চাইলে আমরা ভাল বন্ধু হয়ে থাকতে পারি। মাফ করে দিও আমাকে। আমার কাছে আমার ভালবাসার মানুষকে দেখতে সুন্দর হতে হবে। আর তুমি যদি কষ্ট পেয়ে থাকো তার জন্য তুমিই দায়ি। তুমি আমাকে আগেই ছবি দেখালে তোমার আমাদের সম্পর্কটা এত দূর আসত না।
হাতটা কাপছে সাদিয়ার মেসেজটা পড়ার পর। চোখ দিয়ে পানি গড়িয়ে পরছে। কালো পানি। চোখের কাজলের সাথে মিশে কালো পানি পরছে। হয়ত কাঁদছে কেউ বুঝতে পারবে না। সাদিয়া নিজেই তো কালো। কালো মানুষের কালো চোখের পানি কে দেখতে যাবে? কাজল লেপটে চোখ ভরে যাচ্ছে। এতদিন কিসের পিছনে ঘুরেছে সাদিয়া এখন ভেবে পাচ্ছে না। বৃষ্টি শুরু হয়েছে । তুমুল বৃষ্টি। বৃষ্টির ভিতর কাঁদছে সাদিয়া। কেউ দেখতে পাচ্ছে না সাদিয়া কাঁদছে। যেই কান্না কেউ বুঝে না সেই কান্না কারও দেখে লাভ নেই। ----------------------------------------- কাদায় কেডস জুতা জোড়া একেবারে শেষ। বৃষ্টির দিন । একটা স্যান্ডেল পরে চলে আসবে। না, কি সব কেডস পরে আসতে হবে স্মার্ট হবার জন্য। জিন্‌স এর প্যান্টটা পায়ের কাছ দিয়ে ভিজে গেছে অনেক খানি। পিছন দিক দিয়ে কাদার ছিটেও আছে। জিন্‌স ফোল্ড করা যাবে না। প্রিয়তির মানা আছে। জিন্‌স ফোল্ড করলে নাকি কামলা কামলা লাগে। আরে কামলা কি জিন্‌স পরে কাজ করে? ওরা তো লুঙ্গি পরে। কে বুঝাবে কাকে। শরীরে কড়া বডি স্প্রে দিয়ে এসেছে আজ গালিব। কেমন বমি আসছে গন্ধে নিজেরই। আজ নিশ্চয় প্রিয়তি কোন ভুল ধরতে পারবে না। আনস্মার্ট বলতে পারবে না।
এই বৃষ্টির মধ্যেও প্রিয়তি এসে দাঁড়িয়ে আসে। মাথায় ছাতা। একটা ড্রেস পরা। হালকা গোলাপি কালারের। সালওয়ার কামিজ না তাই নাম জানেনা ড্রেসটার গালিব। সামনে এসে ছাতা মাথায় দাঁড়াল গালিব। আজ স্মার্ট হয়ে এসেছে তাই মনটা অনেক খুশি গালিবের। যতগুলো সম্ভব দাঁত বের করে হাসি দিল গালিব। প্রিয়তি একদৃষ্টিতে তাকিয়ে আছে গালিবের দিকে। মনে মনে খুব খুশি গালিব। একটু একটু লজ্জাও করছে। কিভাবে দেখছে মেয়েটা।
- এসবের মানে কি? তুমি এমন সং সেজে আসছ কেন? - কেন কি হইছে? - এই বৃষ্টির মধ্যে চোখে ঐটা কি লাগিয়ে রাখছ। খোল ঐটা।
গালিব rain glass বা sun glass টা খুলে হাতে নিল।
- জুতার কি অবস্থা কাদা দিয়ে। প্যান্টে কাদা। চুল বানিয়ে আসছ সজারুর মতন। you are just looking like a joker.
গালিবের হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। ও বলল- তুমিই না বলছ স্মার্ট হতে। আমি কি করব? আমি তোমাকে ভালবাসি। তুমি যেভাবে বলছ আমি তো সেভাবেই চলছি। - এই তোমার স্মার্টনেস? - হ্যাঁ, আর কিভাবে হব? - ও unbearable. তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। একটা মানুষ এত বিরক্তিকর হয় কি করে। যাও আমার সামনে থেকে তুমি যাও। যেদিন স্মার্ট হতে পারবা সেদিন আমার সামনে আসবা। - আমি এখন তাহলে স্মার্ট না? - আমার মাথা। এমন একটা সং এর সাথে আমি ঘুরতে পারব না।থাকতে পারব না। আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি স্মার্ট হবা তারপর আমার সাথে দেখা করবা। আমার সামনে থেকে যাও তো তুমি। - এমন করছ কেন তুমি? - ওকে। তুমি যাবা না? আমিই যাচ্ছি। যদি পার নিজেকে পরিবর্তন কইর। এমন থাকলে কোন মেয়েই জুটবে না কপালে।
প্রিয়তি চলে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে বৃষ্টি ভেঙ্গে। গালিব তাকিয়ে দেখছে। ফিরিয়ে আনার সাধ্য নেই ওর। কষ্ট হচ্ছে হয়ত। বুঝতে পারছে না। খুব অসহায় লাগছে নিজেকে। এত কিছু করল তাও মনের মত হতে পারল না গালিব। কষ্ট ভুলে থাকার জন্য কিছু করতে হবে। কিছুই মাথায় আসছে না। বৃষ্টিতে ভিজে যাচ্ছে গালিব। ছাতাটা ফেলে দিয়েছে। ঐ ছোট্ট ছাতার কোন দরকার নেই। এর চেয়ে বাবার ছাতা অনেক ভাল। চুল গুলো এলোমেলো করে ফেলল। জুতা খুলে হাতে নিয়ে জিন্সটা ফোল্ড করল। ভাল লাগছে এখন হাঁটতে। হঠাৎ মাথায় আসল আচ্ছা এখন এই পার্কের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবেশ নষ্ট করলে কেমন হয়? বৃষ্টির মধ্যে কেউ খেয়াল করবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবেশ নষ্ট করছে বৃষ্টিতে ভিজে ভিজে গালিব। প্রিয়তি হারানোর কষ্ট খুব সহজেই চলে যাচ্ছে যতই আনস্মার্ট নোংরা করছে।
তার জন্য কষ্ট পাওয়া যায় যে কষ্ট বুঝে। সাদিয়া এতক্ষণ শুধু শুধু কাঁদল। অনিক কখনও ভালবাসেনি সাদিয়াকে। পুরটাই মোহ ছিল। পার্কে কিছু বাচ্চা ছেলে কাদা নিয়ে ছোরাছোরি করছে। সাদিয়া ওদের সাথে গিয়ে যোগ দিল। কাদা ছোরাছোরি করছে ওদের সাথে। ওদের খেলা এক ছেলে জুতা হাতে নিয়ে দেখছে। সাদিয়া তার কাছে গিয়ে ওর জুতা জোড়া দিয়ে বলল- আপনি কি আমার জুতা জোড়া একটু ধরবেন? আপনার হাতে তো জুতাই আছে। আমি ওদের সাথে একটু খেলি।
গালিব প্রিয়তির হাত থেকে জুতা জোড়া নিয়ে দাঁড়িয়ে রইল। খেলা দেখছে। কাদা দিয়ে। কিছু বাচ্চা ছেলে আর এক মেয়ের। মেয়েটার চোখের কাজল লেপটে আছে। ঠোঁটে হাসি। গালিবও দাঁড়িয়ে হাসছে। কি পাগল মেয়েটা। আর সাদিয়া গালিবকে দেখে হাসছে, জুতা জোড়া নিয়ে কেমন মদনের মত দাঁড়িয়ে আছে ছেলেটা।
যারা ভালবাসা বুঝে না। যাদের কাছে মন না , ভালবাসার মাপকাঠি অন্য কিছু। তাদের জন্য কষ্ট পেয়ে লাভ নেই। বরং এটা ভেবে নিলেই হয়, ঐ মানুষটার ভালবাসা মোহের উপর। মোহ কেটে গেলে ভালবাসা কেটে যাবে। তার সাথে থাকার থেকে দূরে থাকা ভাল। এর চেয়ে পাগলি হয়ে কাদায় খেলা, আর মদন হয়ে জুতা নিয়ে দাঁত বের করে দাঁড়িয়ে থাকা ভাল। প্রিয়তি , অনিক ভালবাসা যেখানে খুঁজেছে ভালবাসা সেখানে না। ভালবাসা অন্য কোথাও।