আমাদের ফেসবুক পেজে জয়েন করুন http://www.facebook.com/vhalobashar.golpo

বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১২

কদম ফুল......।।

কদম ফুল......।।

গল্প কি ভাবে লিখে তা জানি না। বাস্তব কোন কথা যদি গল্প বলা যায় তাহলে এই লেখা টা গল্প বলা যাবে। তবে কিছুটা কল্পনা তো থাকবেই। যাতে কোন সমস্যা না হয় তাই গল্পের নায়ক আর নায়িকা এর নাম তা বদলে দিলাম। বাকি মুল কাহিনি তা বাস্তব থেকে তুলে ধরলাম।

ছেলে টার নাম শুভ্র। তৃতীয় বর্ষ এর ছাত্র। কিছুটা লাজুক আর অনেক টা আবেগময় একটা ছেলে। ও চাইত ওকে কেউ অনেক ভালবাসুক। যে ভালবাসা তে কোন রকম মিথ্যা বা ছলনা থাকবে না। কিন্তু পাওয়া আর হয়ে ওঠে নি। প্রথম বর্ষ এর নবীন বরন অনুষ্ঠান। বন্ধু দের জোরাজোরি তে শেষ পরজন্ত শুভ্র কে ও যেতে হল। সেখানেই গল্পের নায়িকার সাথে প্রথম দেখা। মেয়েটার নাম কথা। প্রথম বর্ষে ভর্তি হয়েছে। প্রথম দেখেই শুভ্র এর ভাল লেগে যায়। এর পর ৫-৭ দিন শুভ্র দূর থেকে মেয়েটিকে দেখতে থাকে। ওর কথা বলা।, ব্যাবহার, চলাফেরা সব ই ঠিক তেমন যেমন টা শুভ্র কল্পনা করেছিল। বন্ধু দের বলে ওর মন এর কথা , সবাই বলে যে তাকে যেয়ে সরাসরি বলতে। কিন্তু শুভ্র র সাহস হয় না। অনেক কষ্টে একদিন শুভ্র কথা কে ডাক দেয়।
আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? এইটুকু বলার পর যখন কথা বলে হ্যাঁ বলুন। ব্যাস শুভ্র কিছুক্ষণ তোতলাতে থাকে তারপর দৌর মেরে পলায়। কথা আর বলা হল না। কথা তো অবাক।
শুভ্র এর পর অনেক দিন কথা কে ডেকে কথা টা বলতে চেয়েছে কিন্তু সাহস করে আর বলা হয় নাই। শেস এ একদিন আবার কথা কে ডাক দেয়। এবার কথা বলে যে আপনি কি কিছু বলবেন নাকি পলাবেন। ? হি হি ......
শুভ্র র আবার ও সব গোলমাল হতে থাকে তাই তারাতারি চোখ টা বন্ধ করে এক নিশ্বাস এ বলে ফেলে
দেখুন আমি কথা টা বললে আপনি আমাকে থাপ্পর মারতে পারেন। কলেজ এ নালিশ করতে পারেন। বা কাউকে দিয়ে আমাকে মার ও খাওয়াতে পারেন। কিন্তু তবু আমি বলব আর কথা হল যে আমি আপনাকে আমার মন এর মাঝে সেই জায়গা তে বসিয়েছি যেখানে ভালবেসে যারা জীবন এ একজন কেই বসানো যাবে আর কাউ কে কোন দিন ও না।
এইটুকু বলেই শুভ্র আবার ও দৌর, বলতে পার চোখ বন্ধ করেই দৌর। কথা তখন ও দারিয়ে আছে। মনে হয় একটা স্বপ্নের মাঝে চলে গিয়েছিল।
ভয় এ ভয় এ ১০ দিন পর শুভ্র কলেজ এ ঢুকল। ও ভাবছিল যে হয়ত এই বুঝি কেউ মারবে। হতাত কথা কে আসতে দেখে ভয় টা আর ও বেরে গেল। পলাতে যাবে ঠিক এইসময় কথা হাত ধরে ফেলল।
কি? আমি কি ভুত যে আমাকে দেক্লেই পালাও? ভালবাসার কথা বলে এত দিন কোথায় লুকিয়েছিলে। জানও প্রথম এ তোমার কথা গুল ভেবে অনেক হেসেছি, কিন্তু তুমি আসছ না দেখে কেন জানি না তোমাকে মিস করতে থাকি, আর মন এর অজান্তেই তোমাকে ভালবেসে ফেলেছি।
ঠিক শুভ্র যেমন এক নিশ্বাস এ কথা গুল বলেছিলও আজ কথাও তাই বলে ফেলল। বলেই কথা লজ্জা পেয়ে গেল। আর একদম চুপ। সেই থেকে ওদের ভালবাসা।
এর কিছু দিন বর্ষা কাল চলে এল। কথা একদিন বলল কি বেপার শুভ্র তুমি কিন্তু আজ ও আমাকে একটাও গোলাপ দাও নি? কেন?
শুভ্র শুধু মুচকি হাসল। সে দিন রাত এ অঝর ধারা তে বৃষ্টি নামল। বর্ষার প্রথম বৃষ্টি।
রাত ৯ টা। বাহিরে তুমুল বৃষ্টি হচ্ছে। হতাত শুভ্র ফোন করে কথা কে বলল যে একটু কি গেট খুলে বাড়ির বাহিরে আসতে পারবে? কথা ভাবল মজা করছে। কিন্তু পরে জানালা দিয়ে দেখল শুভ্র রাস্তা তে দারিয়ে। কথা অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে বাইরে এল।
শুভ্র এক গোছা কদম হাত এ বৃষ্টি তে ভিজতে ভিজতে কথা কাছে এগিয়ে এল। বলল
গোলাপ এর তো কাটা থাকে। , আমার ভালবাসা তে কোন কাটা নেই। আমার ভালবাসা এই বর্ষার প্রথম কদম ফুল এর মতন পবিত্র আর স্নিগ্ধ। আর এই ভালবাসা শুধু তোমার জন্য। বলে ফুল গুল কথার হাত এ তুলে দিল।
কথার দু চোখ দিয়ে তখন অঝর ধারা তে জল পরছে। বৃষ্টির জল এর মাঝেও শুভ্র তা লক্ষ করে কথার চোখ মুছে দিচ্ছে। , ..............................
এর পর ৩ টা বছর কেটে গেছে। কোন অনুষ্ঠান বা প্রতি বর্ষার বৃষ্টি মানেই শুভ্রর থেকে
কদম ফুল পাওয়া। শুভ্র ভাল একটা চাকরি পেয়েছে। পারিবারিক ভাবে ও ওদের বিয়ের দিন ঠিক হল।।
কথা বলেছিলও ওদের বাসর ঘর সাজানো হবে শুধু কদম ফুল দিয়ে। আর তার মাঝে আমি আর তুমি বসে থাকব।
শুভ্র বলল ঠিক আছে। কদম ফুল এর মাঝে মাঝে আজ অন্তত কয়েকটা লাল গোলাপ থাকবে।
কিন্তু এত কদম কই পাবে তাই শুভ্র গ্রাম এ চলে গেল।
বিয়ের দিন সকাল এ বৃষ্টি হচ্ছে। শুভ্র মোটর সাইকেল এর পিছনে অনেক কদম ফুল নিয়ে বারি আসছে। বাড়ি পেতে মাত্র আর ৫ মিনিট বাকি। ভাগ্যের কি পরিহাস। রাস্তার উল্টো দিক দিয়ে একটা ট্রাক আসছিল যার নিয়ন্ত্রন নষ্ট হয়ে গেছিল।
শুভ্র কে চাপা দিয়ে চলে যায়। কদম ফুল গুল ছরিয়ে পরে আর শুভ্র ওখানেই মারা যায়। খবর পাওয়া মাত্র কথা দৌরে আসে।
চার দিকে তখন ও কদম ফুল গুল পরে আছে। কয়েকটা শুভ্র এর রক্তে লাল হয়ে গোলাপ ফুল এর মতন লাগছে আর ঠিক তার মাঝে শুভ্র পরে আছে। কথা ঝাপিয়ে পরে শুভ্র এর বুকে। তখন কদম ফুল র কয়েক টা রক্তে লাল গোলাপ আর মাঝে শুভ্র আর কথা। ঠিক যেমন ওদের আশা ছিল। .............................. .....................।।
কথার কথা আজ বন্ধ হয়ে গেছে। সুধু প্রতি বৃষ্টির রাত এ যখন কদম ফুল এর সুবাস ভেসে আসে তখন অঝর ধারা তে জল গরিয়ে পরে কথার দু চোখ দিয়ে.....কিন্তু আজ আর বর্ষার প্রথম কদম দিতে বা চোখ এর জল মুছে দিতে শুভ্র আসে না। ......................।।

গল্প লিখতে পারি না। জীবন আর প্রথম লিখলাম। জানি ভাল হয় নি। তবু কেউ বকা দিও না।
<< অনিক বসাক >>

ভালোবেসে তোমায় চাইবো কেমন করে সেইটা আমি জা��িনা, তাই তোমায় হারাতে বসেছি, কি করে ভালোবাস��ে হয়, অনেক বেশি... শুধু ��ইটাই আমি জানি, ভালোবে���ে মরে যাওয়ার কথা মুখে সবাইতো বলতে পারে,