আমাদের ফেসবুক পেজে জয়েন করুন http://www.facebook.com/vhalobashar.golpo

মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫

ছোট গল্প-০১


আজ পুতুলের জন্মদিন, আমাদের বিয়ে হয়েছে চার বছর হয়ে গেলো, বিয়ের আগেও কখনোই ওর জন্মদিনটা আমার মনে থাকতো না, তাই অনেক সময়েই ঠিক সময়ে দেখা করে উঠতে পারতাম না, পারতাম না বল্লে ভুল হবে, নানান ব্যাস্ততায় ভুলেই যেতাম আজ ওর জন্মদিন...

আজও ঠিক তেমনটি হলো... অফিস শেষে বাড়ী ফিরেছি মাত্র!!

দরজায় এসে বেল টিপতেই দৌড়ে আসার শব্দ শুনতে পেলাম, দরজা খুলে সামনেই দারিয়ে আছে, পুতুল . . .

আজ সে আমার প্রিয় কালো রঙের শাড়ি পরেছে, চোখে কাজল, খোলা চুলে দারুন লাগছে তাঁকে!!
দরজার সামনেই অনেকটা সময় ধরে দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে আছি!!

হঠাৎ পুতুল বলে উঠলো...

-
দরজার সামনে দাড়িয়েই কি আজ রাত পার করার প্লান আছে আপনার, নাকি ভেতরেও আসবেন?
:
আসবো কেমন করে, আজ যে আমার বউটাকে চাঁদের মতন সুন্দর লাগছে, চাঁদের খুব কাছে আসার সাদ্ধি কি এই ছোট্ট ছেলেটার হয়েছে??
-
হয়েছে এত আল্লাদ দেখাতে হবে না এবার ভিতরে এসে আমায় উদ্ধার করো
:
কেনো?? আমার বউটাকে কে জিম্মি করেছে যে উদ্ধার করতে হবে?? আর আমার কি আঁট, দশটা বউ নাকি যে, আল্লাদ দেখাবো না?? আমার তো একটাই মাত্র বউ আল্লাদ তো একটু দেখাবোই, তাই না লক্ষ্মীটি!!
-
কারো এত বড় সাহস আছে যে তোমার বউ কে জিম্মি করবে?
:
উঁহু, আর কারো নেই শুধু আমার আছে, বুকের পাঁজরে এমনি করে জিম্মি করার বলেই জয় পুতুলকে জড়িয়ে ধরলো . . .

-
মিঃ রোমিও আপনি দরজায় দাড়িয়ে রোমান্স করছেন লোকজন দেখবে তো
:
আচ্ছা, তাহলে দরজা আঁটকে রোমান্স করি?? জুলিয়েট!!
-
অনেক বাদরামো হইছে এবার ছারো

জয় দরজা আঁটকে, আরও শক্ত করে জড়িয়ে ধরে পুতুলকে. . .
:
উঁহু, ছাড়বো না!! বাদরকে আদর দিলে মনটা যে নিস্ফিস করে, আরও বেশী বেশী বাঁদরামো করতে ইচ্ছে করে, এতো ভালোবাসা পায় যে একদম ছাড়তে ইচ্ছে করে না...
-
আচ্ছা, তাই?? আমার Gift কোথায়?

জয় আঁতকে উঠে . . .
:
কিসের গিফট??
-
আচ্ছা তুমি এবার ভুলে গেছো তাই এত আদর হচ্ছে না? যাও কথাই বলবো না ছারো আমাকে !!

বলেই পুতুল অভিমান করে, জয়কে রেখে কিচেনে চলে গেলো . . .

জয়
ফ্রেশ হয়ে গিয়ে বিছানায় বসে বসে খবরের কাগজ পড়ছে, পুতুল গাল ফুলিয়ে কিচেনের রান্না বান্না ফেলে এসে জয়ের পাঁশ দিয়ে গিয়ে শুয়ে পড়লো...

জয় খবরের কাগজ পড়তে পড়তে পুতুলের রাগ দেখছিলো, আর মনে মনে ভাবছিলো . . . . . .(কিছু একটা!!)

রাত দেড়টা, হঠাৎই কিসের একটা শব্দে ঘুম ভেঙ্গে গেলো পুতুলের, চোখ খুলতেই সে দেখলো রুমের দরজাটা খোলা, দরজার সামনেই ড্রয়িংরুমে হালকা একটা আলো জ্বলছে, আলোটা দেখে সে বিছানা ছেড়ে উঠে সামনে এগিয়ে গেলো . . .

আলোটার কাছে যেঁয়েই সে চমকে গেলো...

একটা কেক, তার চার পাঁশে অনেক গুলো কেন্ডেলে (Candle) আলো জ্বলছে কিন্তু আসে পাঁশে কেউ নেই, হঠাৎই একটা গীটারের শব্দের সাথে সাথে কিছু পরিচিত কণ্ঠে . . .শোনা গেলো (গেয়ে উঠলো!!)

"
হ্যাপি বাথ ডে টু ইউ, হ্যাপি বাথ ডে টু ইউ, হ্যাপি বাথ ডে টু ইউ পুতুল, হ্যাপি বাথ ডে টু ইউ..."শেষ হতেই!!

হঠাৎই আলো জ্বলে উঠলো, সামনে দারিয়ে আছে জয়, সাথেই দাঁড়িয়ে আছে পুতুলের বান্ধবী রুপা, স্নেহা আরও অনেকে...

পুতুল সবাইকে দেখে অবাক, একে একে রুপা, স্নেহা সহ সবাই পুতুলকে জড়িয়ে ধরে উইস করছে, আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয় তা দেখছে, পুতুল অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের দিকে . . .

জয় এরই মধ্যে সামনে এসে পুতুলের সামনে হাটুগেঁড়ে বসে, এক গুচ্ছো লাল গোলাপ এগিয়ে দিয়ে বলল, "রাজকুমারী তোমাকে আমি তোমাকে এমনি করে আমার রাজ্যের রাজকুমারীর বেশে সাড়া জীবন ভালোবেসে যেঁতে চাই!!"

পুতুল নির্বাক চেয়ে দেখছে জয়কে, জয় পুতুলের চোখের দিকে তাকিয়ে আছে অপেক্ষার দৃষ্টিতে!!
পুতুল কোন কথা বলছে না, হয়তো বলতে পারছে না, হঠাৎই খুব বেশী খুশী মানুষকে আকস্মিক নির্বাক করে দেয়, সম্ববত সেটাই হয়েছে পুতুলের!!

জয় কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল ওকে, এখনো রাগ করে আছো তো?? ঠিক আছে আমি এখন এই ফুল গুলো তোমার বান্ধবী স্নেহাকে দিয়ে দিবো, আর প্রপোজ করবো ওকে, হুহ !!

জয় ফুল গুলো নিয়ে এগিয়ে যাচ্ছে স্নেহার দিকে, হঠাৎ পুতুল সামনে এসে শক্ত করে জড়িয়ে ধরলো জয়কে, তার চোখ দিয়ে ছল ছল করে পানি ঝরছে...

আর ফুঁপিয়ে কান্না করছে পাগলীটা, জয় তাঁকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, "কোঁথায় যাবো তোমাকে ছেঁড়ে পাগলী, আমি যে নিঃসঙ্গতায়ও গভীর আবেগে তোমাকেই ভালোবাসি, তুমি ছাড়া যে আমি নিঃস্ব অসহায়!!"

আর এই নাও তোমার বার্থডেগিফট, তোমার জন্য তোমার নিজের নতুন ফ্ল্যাটের চাবি, তোমাকে এই উপহারটা দেবো বলেই হয়তো এতো গুলো জন্মদিনে তোমায় কষ্ট দিয়েগেছি, আমাকে সেই জন্য মাফ করে দাও, আজ থেকে আমি আমার লক্ষ্মী বউটাকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে থাকবো . . .

এটাই আমার লক্ষ্মী বউকে আমার উপহার, তার স্বপ্নের বাড়ী!!

আর কান ধরছি, আর কখনো কোন দিনও তোমার বার্থডে ভুলে যাবো না, প্রমিস!!

পুতুল কাঁদতে কাঁদতে . . .
-
সরি জয়, আমিও তোমাকে আর কখনো না খাইয়ে রাখবো না, চলো এখন সবাই মিলে খাঁই!!
:
তার আগে কেকটা কেটে নাও??

চলতে থাকবে... 

লিখাঃ জয় রাজ খান